
বৃহস্পতিবার ( ২ মার্চ) মধ্যরাত থেকে রবিবার (৫ মার্চ) ভোর ৬টা পর্যন্ত সায়দাবাদ রেলওয়ে লেভেল ক্রসিং সাময়িকভাবে বন্ধ থাকবে।
বৃহস্পতিবার, ২ মার্চ দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদ্মা সেতু রেল সংযোগ কাজের সুবিধার জন্য লেভেল ক্রসিং সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে মধ্যরাত থেকে সায়দাবাদ রেলওয়ে লেভেল ক্রসিং সাময়িকভাবে সড়ক যান চলাচলের জন্য বন্ধ থাকবে।
এ সময়ে জনগণকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করেছে রেল মন্ত্রণালয়। একই সঙ্গে জনগণের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]