জাতীয় নির্বাচন নিয়ে সংকট দেখছেন সিইসি
প্রকাশ : ০২ মার্চ ২০২৩, ১৯:১৬
জাতীয় নির্বাচন নিয়ে সংকট দেখছেন সিইসি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত না হলে দেশের নির্বাচন ব্যবস্থা সংকটের মুখে পড়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।


০২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে ‘জাতীয় ভোটার দিবস-২০২৩’ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সিইসি।


সিইসি বলেন, ‘আমরা কিন্তু একটা সংকটে আছি কোন সন্দেহ নেই। কারণ ভোট নিয়ে আমরা এখনও রাজনৈতিক পুরোপুরি ঐক্যবন্ধ দেখতে পাচ্ছি না। এই ঐক্যবদ্ধটা খুব বেশি প্রয়োজন। যদি ঐক্যবদ্ধের ভিত্তিতে নির্বাচনটা অনুষ্ঠিত হয়, তাহলে রাজনৈতিক সংকট উদ্বদ্ধ হওয়ার সম্ভবনাটা কমে যায়।’


নির্বাচনের পূর্বে বা নির্বাচনের সময়ে কোন রাজনৈতিক সংকট উদ্বুত হোক এটা চান না বলে তিনি বলেন ‘আমরা কখনই চাইনা। যেমন ১৯৭০ সালের নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকট উদ্বুদ্ধ হওয়ার কারণে দেশ স্বাধীনতা লাভ করেছিলাম। কিন্তু সেটাও একটা সংকট ছিল।’


আগামী ভোটার দিবসগুলোতে সকল অংশীজনদের নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের ইচ্ছার কথা জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা একটা খাবার তৈরি করে নিজেরাই খেয়ে ফেলবো না। আমি আমাদের সহকর্মীদের বলবো, ভোটার দিবসে আমরা যদি আরও অনেক বিশিষ্টজন ও অংশীজনদের আমন্ত্রণ জানাতে পারি বা তাদের সমবেত করতে পারি তাহলে তারও একটা ইতিবাচক ফল হতে পারে। আগামীতে এই জিনিসটা (ভোটার দিবস) নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সম্প্রসারিত করা প্রয়োজন।


তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাপনা কিন্তু এখনও ভালোভাবে আস্থাভাজন হয়ে ওঠেনি। আজকেও পত্রিকায় দেখলাম জাতীয় পার্টির নেতা জিএম কাদের বলেছেন, নির্বাচন ব্যবস্থাপনায় আস্থার জায়গায় জিরোর কোঠায় নেমে এসেছে।


ভোটারদের আস্থা বর্ধিত করতে হবে। মানুষের আস্থা ফিরিয়ে আনতে আমাদের দায়িত্ব রয়েছে। নির্বাচন আয়োজক হিসেবে ভোটার এডুকেশন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’ এসময় অন্যান্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, এনআইডি ডিজি, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ ইসির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/সানজিদা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com