বিদেশে অর্থ পাচার রোধে উচ্চতর প্রশিক্ষণের বিকল্প নেই: সিআইডি প্রধান
প্রকাশ : ২০ মে ২০২৪, ১৯:১০
বিদেশে অর্থ পাচার রোধে উচ্চতর প্রশিক্ষণের বিকল্প নেই: সিআইডি প্রধান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ক্রিপটোকারেন্সি, বিট কয়েনসহ অন্যান্য ডিজিটাল কারেন্সির মাধ্যমে বিদেশে অর্থ পাচার রোধে উচ্চতর প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মনে করেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া।


২০ মে, সোমবার সিআইডির সদর দফতরে একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।


অর্থ পাচার বিষয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিআইডি প্রধান বলেন, ক্রিপ্টোকারেন্সি, বিট কয়েন সহ অন্যান্য ডিজিটাল কারেন্সির মাধ্যমে বিদেশে অর্থ পাচার রোধে তদন্তকারী ও তদন্ত তদারকি কর্মকর্তাদের উচ্চতর প্রশিক্ষণের বিকল্প নেই।


এজন্য দেশ ও বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে ডিজিটাল এসেট সংক্রান্ত মামলা তদন্তের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দক্ষ করে গড়ে তোলা হবে।


কর্মশালায় বলা হয়, এখন মুহূর্তের মধ্যে মানুষ তার ডিজিটাল ডিভাইসে রাখা ব্যক্তিগত তথ্য, ফাইল, ব্যাংক অ্যাকাউন্ট, ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, হোয়াট্স অ্যাপ, টেলিগ্রাম ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য ব্যবহার করতে পারছে। এতে করে মানুষ যেমন সুবিধা ভোগ করছে, তেমনি কিছু ঝুঁকিও থেকে যাচ্ছে।


সাইবার হ্যাকার ও অপরাধীরা এই সুযোগটা কাজে লাগিয়ে অনলাইনে বিভিন্ন ধরনের অপরাধ যেমন- সাইবার প্রতারণা, অর্থ লোপাট, সাইবার অ্যাটাক, পর্নোগ্রাফি, হ্যাকিং, ফিশিং, ম্যালওয়্যার, র‌্যানসমওয়্যার, ডেটা ব্রিচ, সাইবার বুলিংসহ নানা ধরনের অপরাধ করে যাচ্ছে। এসব অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সিআইডি, বাংলাদেশ পুলিশ অপরাধীদের শনাক্তপূর্বক আইনের আওতায় আনাসহ তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


কর্মশালায় মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ রেজাউল মাসুদ। কি-নোট স্পিকার হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিআইডির সাইবার ইমার্জেন্সি রেসপন্স টিম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ শিবলী কায়সার।


অন্যদের মধ্যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট মেহেদী হাসান, পিএমপি অক্টাগ্রাম মিলিটেডের সিসিআইসিও হাসান শাহরিয়ার ফাহিম ও সাইবার পুলিশ সেন্টারের উপ-পুলিশ পরিদর্শক আতিকুর রহমান আলোচনা করেন।


কর্মশালায় ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া প্রশিক্ষণার্থী হিসেবে ১০০ জন তদন্ত তদারকি ও তদন্তকারী কর্মকর্তা অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডির ডিআইজি (এইচআরএম ও ঢাকা মেট্রো) মো. মাইনুল হাসান।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com