ছয় উপজেলায় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২২
ছয় উপজেলায় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের ছয়টি উপজেলায় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন (ইসি)।


উপজেলাগুলো হলো- কুমিল্লার লালমাই, চট্টগ্রামের বোয়ালখালী, পিরোজপুরের নাজিরপুর, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি, নরসিংদীর রায়পুরা ও বরগুনার আমতলী।


মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান জানান, এই ছয় উপজেলায় পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে মোবাইল টিম, বিজিবির মোবাইল টিম, রিজার্ভ বিজিবি ও র‌্যাবের টিম মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এই ছয় উপজেলায় ১৬ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


চিঠিতে ইসি জানায়, সাধারণ ভোটকেন্দ্রে ৩ জন অস্ত্রসহ এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ৪ জন অস্ত্রসহ পুলিশ মোতায়েন করা হবে। সাধারণ ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে অঙ্গীভূত আনসার পিসি অস্ত্রসহ ১ জন, অঙ্গীভূত আনসার এপিসি ১ জন, অঙ্গীভূত আনসার সদস্য ১০ জন এবং ১ জন গ্রাম পুলিশ মোতায়েন করা হবে। ইসির তথ্যানুযায়ী সাধারণ ভোটকেন্দ্রে ১৬ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৭ জন মোতায়েন থাকবে।


ইসি আরও জানায়, প্রত্যেক উপজেলায় পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসার সমন্বয়ের মোবাইল টিম থাকবে ৪টি, বিজিবির মোবাইল টিম থাকবে ২ প্লাটুন, রিজার্ভ বিজিবি থাকবে ১ প্লাটুন এবং র‌্যাবের টিম থাকবে ছয়টি। রিটার্নিং কর্মকর্তার অনুরোধে অথবা স্থানীয় প্রয়োজনীয়তা ও বাস্তবতার নিরিখে ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার-ভিডিপি এবং মোবাইল ও স্টাইকিং ফোর্স সংখ্যা হ্রাস-বৃদ্ধি করা হবে। তবে ভোটগ্রহণের দিনের আগে কমিশনকে অবহিত করতে হবে। এছাড়া মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে বিশেষ করে বিজিবির প্রতিটি টিমের সঙ্গে ১ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত করতে হবে।


বিবার্তা/সানজিদা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com