ভয়েসের উদ্যোগে তথ্য সুরক্ষা ও অনলাইন নিরাপত্তা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৯
ভয়েসের উদ্যোগে তথ্য সুরক্ষা ও অনলাইন নিরাপত্তা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
বিবার্তা প্রতিবদেক
প্রিন্ট অ-অ+

ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা, তথ্য সুরক্ষা ও অনলাইননিরাপত্তা শীর্ষক বিষয়ক তিনদিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আদাবর ডিএসকে মিলনায়তনে গত ২৫-২৭ ফেব্রুয়ারি এই কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালাটির আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা ভয়েস ফর ইন্টারেক্টিভ চয়েস এ্যান্ড এমপাওয়ারমেন্ট (ভয়েস)।


কর্মশালায় প্রশিক্ষকরা মানবাধিকারের আওতা ও পরিস্থিতি, ব্যক্তিগত তথ্যের ধারণা, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার ধারণা ও পরিস্থিতি, গোপনীয়তা লঙ্ঘনের কারণ, তথ্য সুরক্ষার কৌশল ও ফলাফল, বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষিতের আলোকে ব্যক্তিগত তথ্য গোপনীয়তা পরিস্থিতি পর্যালোচনা, নারী ও শিশু সংবেদনশীলতা, ডিজিটাল পরিচ্ছন্নতা, অনলাইন নিরাপত্তা এবং জেন্ডার সহনশীল ব্যক্তিগত তথ্যের চর্চা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।


ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, উন্নয়ন এবং স্বল্পোন্নত উভয় দেশেই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে মানুষকে চিহ্নিত করতে, তাদের আন্দোলন রেকর্ড করতে যা শেষ পর্যন্ত তাদের মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশে অংশ নেওয়ার অধিকারকে প্রভাবিত করে।


সাইবার প্রযুক্তি বিশেষজ্ঞ বলেছেন যে, গণতন্ত্রের চর্চাকে ব্যাপকভাবে প্রচারের জন্য গোপনীয়তার অধিকার রক্ষার জন্য সরকারের উচিত জনগণকেন্দ্রিক আইনি কাঠামো তৈরি করা। কর্মশালায় অন্তত ২৫ জন লেখক, শিক্ষার্থী ও সাংবাদিক অংশ নেন কর্মশালা শেষে অংশগ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।


বিবার্তা/সোহেল/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com