ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে আ.লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১২
ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে আ.লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা আইনজীবী সমিতির (২০২৩-২০২৪) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী সমর্থিত আইনজীবীদের সাদা প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। এতে মিজানুর রহমান মামুন সভাপতি ও খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আবু এ ফলাফল ঘোষণা করেন।


নির্বাচনে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন- সিনিয়র সহসভাপতি পদে রুমানা জামান রীতু, সহসভাপতি পদে প্রাণ নাথ, ট্রেজারার পদে বিবি ফাতেমা মুন্নী, ফাহিম শরীফ সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে মো. মাহবুব হোসেন জয়, সহসাধারণ সম্পাদক পদে মো. রেজাউল হক রিপন, লাইব্রেরি সম্পাদক পদে শিখা ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. গোলাম কিবরিয়া সুমন, দপ্তর সম্পাদক পদে এস এম মিজানুর রহমান ও ক্রীড়া সম্পাদক পদে মো. আবুল হাসনাত জিহাদ।


এ ছাড়া সদস্য পদে জয়ী হয়েছেন মো. কামাল হোসেন, গাজী ইমরুল, আসলাম হোসেন, ইয়াসিন জাহান ভূঁইয়া (নিশান), মো. তানজির হোসেন রবিন, অ্যাডভোকেট শারমিন সুলতানা টুম্পা, ইসমত আরা শারমিন (রীমু), মো. আশিকুল ইসলাম মুরাদ, সঞ্জয় কুমার কর্মকার, জহির উদ্দিন জহির ও নাছির উদ্দীন।


এর আগে, গত বুধবার প্রথম দিনে পাঁচ হাজার ২৮ জন ভোটার ভোট দিয়েছেন বলে ঘোষণা দেন নির্বাচন কমিশনার। তবে নির্বাচনে চার হাজার ২৩ জন ভোটার ভোট দিয়েছেন বলে দাবি করে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল দল। পরবর্তীতে নির্বাচনে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেয় দলটি। তাদের ভোট বর্জনের পর দ্বিতীয় দিনে চার হাজার ২১৫ জন আইনজীবী তাদের ভোট প্রদান করেন। এ নিয়ে গত দুই দিনে মোট ১৯ হাজার ৬১৮ ভোটারের মধ্যে ৯ হাজার ২৪৩ জন আইনজীবী ভোট দেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com