কেপটাউন সড়ক দুর্ঘটনায় নিহত ৫ ও আহত ২ জনের পরিচয় মিলেছে
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১৯
কেপটাউন সড়ক দুর্ঘটনায় নিহত ৫ ও আহত ২ জনের পরিচয় মিলেছে
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। 


শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বাফেলো এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। 


নিহতরা হলেন, ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের শরিয়ত উল্লাহর ছেলে  ইসমাইল হোসেন (৩২), দাগনভূঁইয়া উপজেলার দক্ষিণ নেয়াজপুর গ্রামের রাজু আহমেদ (৩৪), একই উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের মমারিজপুর গ্রামের মোঃ মোস্তফা (৪০), সোনাগাজী উপজেলার চর মজলিশপুর গ্রামের আবুল হোসেন (৪৫) ও নাদিম হোসেন (১০)। 


দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া দুইজন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন এবং একজন আহত হয়েছেন বলে জানান। ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন একজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 


সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ হোসেন জানান, দক্ষিণ আফ্রিকার মজলিশপুর গ্রামে দুইজন মারা গেছেন তিনি জেনেছেন । 


নিহত ইসমাইল হোসেনের পিতা শরীয়ত উল্লাহ জানান, আমার ছেলে ইসমাইল হোসেন অবিবাহিত। আগামী দুই মাস পরে দেশে আসলে তাকে বিয়ে করানোর প্রস্তুতি চলছে। সে ১১ বছর দক্ষিণ আফ্রিকায় থাকেন। তিনি আরো বলেন, আমার ছেলেকে হারিয়েছি তবে লাশটি দ্রুত ফেরত চাই।


বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা প্রবাসী শওকত বিন আশরাফ বলেন, আজ শুক্রবার আনুমানিক সকাল ৯ টার দিকে আনিসুল হক নামের এক প্রবাসী বাংলাদেশীকে এয়ারপোর্টে পৌছে দেয়ার পথে কেপটাউনের বাফেলো নামক জায়গায় মালবোঝাই এক লরির সাথে তাদের গাড়ির সংঘর্ষ হয়। সাথে সাথে দুমড়েমুচড়ে যায় তাদের গাড়ি। এতে ঘটণাস্থলে ৫ বাংলাদেশি নিহত হয়। আহত হয় বাংলাদেশগামী যাত্রী আনিসুল হক সহ অপর বাংলাদেশি।


অন্যদিকে আহতরা হলেন, দাগনভূইয়া উপজেলার আনিসুল হক ও ঢাকার নাহিদ।


বিবার্তা/রিপন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com