গুলশান অগ্নিকাণ্ডের ঘটনায় আরো দুই যুবক বার্ন ইউনিটে
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৩
গুলশান অগ্নিকাণ্ডের ঘটনায় আরো দুই যুবক বার্ন ইউনিটে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে মুসা শিকদার (৩০) এবং রওশন আলী (৩০) নামে দুইজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য রাত ১ টার ৪৫ মিনিটের দিকে আসেন।


রবিবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাত সোয়া ২টায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন- মো. মুসা শিকদার (৩৩) ও রওশন আলী (৩৫)।


আহত দুজনের মধ্যে রওশন আলী নিউ এইজ গ্রুপের আশুলিয়ার গার্মেন্টস ফ্যাক্টরির পিয়ন তিনি ওই ভবনের ১০ তলার বাসিন্দা এমডি আরিফ সাহেবের বাসায় সেম্পল দিতে গিয়েছিলেন। তিনি থাকেন আশুলিয়া। এবং মুসা শিকদার ওই ফ্যাক্টরির এমডির গাড়িচালক কুড়িলের বাসিন্দা।


অগ্নিকাণ্ডের সময় তারা বেলকনিতে ছিলেন। প্রচণ্ড ধোঁয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে তাদের।


শেখ হাসিনা বার্ন ইনিস্টিউটের সহকারী রেজিস্ট্রার নুরে আলম বাবু জানান, গুলশানের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে দুজন এসেছেন। তাদের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 


বিবার্তা/বুলবুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com