
ভূমিকম্পে উদ্ধারকাজে অংশ নিতে তুরস্কে গেল বাংলাদেশের উদ্ধারকারী দল। গতরাতে সেনা সদস্য, ফায়ার ফাইটার, চিকিৎসকসহ ৪৬ জনের দলটি ঢাকা ছেড়ে যায়। এই হতাহতের ঘটনায় দেশে আজ পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক।
১৯৯৯ সালের পর এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী তুরস্ক। যাতে সিরিয়া ও তুরস্কের সীমান্ত এলাকা পরিণত হয়েছে বিরাণভূমিতে।
ধসে পড়েছে হাজার হাজার ভবন। আটকাপড়া লোকদের উদ্ধারে বিশ্বের অনেক দেশের মতো সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশও।
সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিস সদস্য-চিকিৎসকসহ বাংলাদেশের উদ্ধারকারী দলে রয়েছে ৪৬ জন। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দুর্গত এলাকায় প্রয়োজনে আরও সহায়তা পাঠাতে প্রস্তুত তারা।
এর আগেও বিদেশে বিভিন্ন দুর্যোগে কাজ করেছেন, দেশের সেনা সদস্য ও ফায়ার ফাইটাররা।
এদিকে রাতেই বাংলাদেশ ছেড়ে তুরস্কের উদ্ধেশ্যে রওনা হয়েছে উদ্ধারকারি দল। এসময় উদ্ধারকারি দলের প্রতিনিধিরা জানান, বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি রক্ষা ও দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করবেন তারা।
তুরস্ক-সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।
স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এরই মধ্যে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ৪০ হাজার মানুষ।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]