বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে : প্রবাসী কল্যাণ মন্ত্রী
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৬
বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে : প্রবাসী কল্যাণ মন্ত্রী
জৈন্তাপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেট চার আসনের সাংসদ প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ  বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’


বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জৈন্তাপুর  উপজেলার হযরত শাহজালাল রহঃ ডিগ্রি কলেজ এর ৪ তলা বিশিষ্ট ১ তলা একাডেমি ভবন নির্মাণ কাজের  ভিত্তি প্রস্তর স্থাপন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 


মন্ত্রী বলেছেন  সরকার ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে।’ তিনি আরও বলেন, ‘সরকার বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে।’ শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে তিনি অবিভাবকদের প্রতি আহ্বান জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকার প্রবাসীদের জন্য  যা করছে অতিথে অন্য কোন সরকার  করেনি তা ছাড়া তাদের প্রবাসে মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার , দেশের চলমান উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে জনগণ আগামীতে আওয়ামী লীগের সরকারের উপর  আস্থার রাখবে।


ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক, শাহজালাল রহঃ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) অজয় কুমার রায়, সহকারী পুলিশ সুপার কানাইঘাট সার্কেল আব্দুল করিম,জৈন্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বশির আহমদ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম,  জৈন্তাপুর মডেল থানা  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিক আহমদ,  কলেজ প্রতিষ্টাতা সদস্য মোস্তফা আনোয়ার, ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিক আহমদ,   কলেজ গভর্নিং বডির সভাপতি হেলাল উদ্দিন, গভর্নিংবডি বিদ্যোৎসাহী সদস্য খাদিমপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, অধ্যাপক শাহেদ আহমেদ, অভিভাবক প্রতিনিধি ডাঃ আবুল হাসান চৌধুরী, রফিক আহমদ, শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, সাবেক ছাত্র নেতা আমিন আহমেদ, রুবেল শরিফ,চিকনাগুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন ফেরদৌস,  উপজেলা ছাত্রলীগ নেতা মনসুর আহমেদ,  আবু হুরায়রা, সুলতানা আহমেদ, মুকিদ চৌধুরী, কামরান আহমদ, ইমন আহমেদ  প্রমুখ। 


এর আগে মন্ত্রী উপজেলা সদরে সকাল ৯টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করেন, পরে মন্ত্রী সারিঘাট ও মানিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এবং দরবস্ত শ্রীখেল চাল্লাইন রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন, ফাতিমাতুজ জাহার মহিলা মাদ্রাসা পরিদর্শন শেষে বেলা ১টায় কহাইগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।


বিবার্তা/জাহিদুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com