
খসড়া ভোটার তালিকায় আপত্তি বা সংশোধনের আবেদনের সুযোগ শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি)।
কমিশন জানায়, খসড়া ভোটার তালিকা নিয়ে কোনো আপত্তি, সংশোধনের জন্য আগামী ৩১ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্টদের কাছে আবেদন করা যাবে। পরে সংশোধনকারী কর্তৃপক্ষ ৭ ফেব্রুয়ারির মধ্যে সেই আবেদন নিষ্পত্তি করবে। আবেদন নিষ্পত্তির পর হালনাগাদকৃত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ২ মার্চ।
গত বছরের ২০ মে থেকে ২০ নভেম্বর পর্যন্ত চার ধাপে তথ্য সংগ্রহ ও নিবন্ধনের কাজ সম্পন্ন করে নির্বাচন কমিশন। এবারও গতবারের মতো তিন বছরের তথ্য একসঙ্গে নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাঁরা জন্মগ্রহণ করেছেন তাদের তথ্য সংগ্রহ করা হয়েছে।
নিবন্ধন সম্পন্নকারীদের মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তখন তারা স্বয়ংক্রিভাবে ভোটার তালিকায় যুক্ত হবেন।
কমিশনের নির্দেশনা অনুযায়ী, খসড়া তালিকা বিভিন্ন জনবহুল স্থানে প্রকাশ্যে টানিয়ে দেওয়া হয়েছে। এতে কোনো ভুল থাকলে সংশোধনের সুযোগ পাওয়া যাবে।
ভোটার তালিকার হালনাগাদ খসড়া তালিকায় ভোটার বেড়েছে ৫৭ লাখ ৭৪ হাজার ১৩১।
নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগ প্রকাশিত ভোটার তালিকায় এ তথ্য জানানো হয়।
তালিকায় দেখা যায়, ২০২২ সালের ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। যা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন। সে হিসেবে এবার মোট ভোটার বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৫.১০ %।
নতুন ভোটার তালিকার হালনাগাদ খসড়া তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৩ লাখ ৮৩ হাজার ১২২ জন যা গতবার ছিল ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন। আর মহিলা ভোটার ৫ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ২০৯ জন যা গতবার ছিল ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ০২৭ জন।
পাশাপাশি ৮৩৭ জন হিজড়া ভোটার অন্তর্ভুক্ত হয়েছে যা গতবার ছিল ৪৫৪ জন।
২০২২ সাল হালনাগাদে কর্তনকৃত ভোটার সংখ্যা হল ২২ লাখ ৯ হাজার ১২৯ জন। তার মধ্যে পুরুষ ছিল ১৩ লাখ ৭৮ হাজার ৮৭২ জন আর ৮ লাখ ৩০ হাজার ২৫৭ জন নারী।
হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশের সময় পেছানো হয়েছিল। প্রতিবছর ২ জানুয়ারি এই খসড়া প্রকাশ হলেও এবার তা হয়নি।
নির্বাচন কমিশন গত বছরের ২০ মে থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মধ্য দিয়ে তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু করে। প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় নতুন ভোটারের তথ্য সংগ্রহ, মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ ও ভোটার স্থানান্তরের কাজ করে। পরে ধাপে ধাপে বাকীগুলো শেষ করা হয়।
বিবার্তা/সানজিদা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]