বুধবার থেকে নতুন সময়ে চলবে মেট্রোরেল
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ২১:১৮
বুধবার থেকে নতুন সময়ে চলবে মেট্রোরেল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবার মেট্রোরেলের সময়ে পরিবর্তন আনা হয়েছে। বুধবার থেকে নতুন সময়ে মেট্রোরেল সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮টা থেকে চলাচল করবে। চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। যাত্রীদের জন্য গেট খোলা হবে ৮টা থেকে। আর বন্ধ হবে দুপুর ১২টায়।


নতুন এ সময় বুধবার (২৫ জানুয়ারি) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।


আর এদিন থেকে সবার জন্য খুলে দেওয়া হবে পল্লবী স্টেশনের দুয়ার। যাত্রীরা এবার পল্লবী থেকে উত্তরা ও আগারগাঁও পর্যন্ত যাতায়াত করতে পারবেন। এ নিয়ে তিনটি স্টেশনে থামবে মেট্রোরেল।


মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে স্টেশনের কাজ পুরোপুরি শেষ হয়েছে। ধোয়া-মোছার কাজ শেষ করে প্রস্তুত করা হয়েছে স্টেশনটি। এ স্টেশন চালুর পর মিরপুর, বেনারসি পল্লী, মিরপুর ১২, মিরপুর সাড়ে ১১, পুরবী এলাকার মানুষও মেট্রোরেলের সুবিধা পাবেন।


তথ্যমতে, উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা সরকারের। তবে আপাতত উত্তরা থেকে আগারগাঁও ১১ দশমিক ৭৩ কিলোমিটার পর্যন্ত মেট্রো চলবে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মোট ৯টি স্টেশন রয়েছে।


সেগুলো হলো, উত্তরা উত্তর (দিয়াবাড়ি), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও।


উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। পরের দিন থেকে মেট্রোরেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়।


বিবার্তা/এসএফ





সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com