গণমাধ্যম সংস্কারে একাধিক উদ্যোগ নিচ্ছে সরকার
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ২২:২০
গণমাধ্যম সংস্কারে একাধিক উদ্যোগ নিচ্ছে সরকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার-উদ্যোগ নিচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শিগগিরই এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।


বৃহস্পতিবার (১০ জুলাই) জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকতার অধিকার সুরক্ষা-সংক্রান্ত অধ্যাদেশ প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বল্প সময়ের মধ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে এই অধ্যাদেশ জারি করা হবে।


সংবাদপত্রের প্রচারসংখ্যা নিরীক্ষা পদ্ধতির সংস্কারের লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, পত্রিকার বিজ্ঞাপন হার যৌক্তিক পর্যায়ে বৃদ্ধির কথাও বলা হয়েছে।


কমিশনের সুপারিশ অনুযায়ী, গণমাধ্যম সম্পর্কে শ্রোতা, দর্শক ও পাঠকের প্রত্যাশা ও প্রাপ্তি যাচাইয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে বার্ষিক জরিপ চালানো হবে।


বিজ্ঞাপন শিল্পে কোনো ধরনের যোগসাজশ কিংবা প্রতিযোগিতা পরিপন্থি কৌশল রয়েছে কি না, তা যাচাইয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, এফএম রেডিও লাইসেন্সের বিপরীতে জামানত ফি যৌক্তিক পর্যায়ে কমানো হবে। এছাড়া, এফএম রেডিওতে বিজ্ঞাপন প্রচারে রেডিও কর্তৃপক্ষকে নির্ধারিত হারে ফি দিতে হবে। বিজ্ঞাপন আয়ের ওপর ২ শতাংশ সরকারি ফি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে সরকারি ঘোষণা বিনামূল্যে প্রচার করতে হবে।


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণমাধ্যমের কলাম লেখক, প্রদায়ক, শিল্পী ও অতিথি উপস্থাপক/আলোচকদের সম্মানির ওপর অগ্রিম কর রহিতের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।


টেলিভিশন চ্যানেলের আপ-লিংক ও ডাউন-লিংকের ক্ষেত্রে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ব্যবহারের বাধ্যবাধকতা তুলে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বিএসসিএলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


এছাড়া, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পাঠ্যক্রম যুগোপযোগী করা এবং প্রতিষ্ঠান দুটির সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হবে। তথ্য সার্ভিসের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠার বিষয়েও প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com