ডেইলি স্টার ও দেশ রূপান্তর কার্যালয়ে হামলা
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ২১:৩৫
ডেইলি স্টার ও দেশ রূপান্তর কার্যালয়ে হামলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও বাংলা দৈনিক দেশ রূপান্তর কার্যালয়ে হামলা হয়েছে। ৪ আগস্ট, রবিবার বিকেলে পৃথক সময়ে এ দুই সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলা হয়।


রবিবার বিকেল ৪টার দিকে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে দ্য ডেইলি স্টার সেন্টারে ইটপাটকেল নিক্ষেপ করে অজ্ঞাতনামা একদল ব্যক্তি।


কোটা আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। তারা ভবনটির নিচতলার কাঁচের দরজা ও কাঁচের প্যানেল ভেঙে ফেলে।


এদিকে, রবিবার বিকেল পৌনে ৬টার দিকে রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে হামলা করে দুষ্কৃতিকারীরা। ওই ভবনে থাকা দৈনিক দেশ রূপান্তর কার্যালয়ে তারা হামলা করে।


দুষ্কৃতিকারীরা রূপায়ন টাওয়ারের চার তলা পর্যন্ত গিয়ে হামলা, ভাঙচুর করেছে এবং নিচ তলায় আগুন ধরিয়ে দিয়েছে। এ ছাড়া ভবনটির আন্ডারগ্রাউন্ডে থাকা বেশ কিছু গাড়ি পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা।


দৈনিক দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি পাভেল হায়দার চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘হামলাকারীরা ভবনের বিভিন্ন ফ্লোরে হামলা ও ভাঙচুর করেছে। ভবনের চার তলায় অবস্থিত আমাদের পত্রিকা অফিসেও আক্রমণ করেছে। আমরা আতিঙ্কিত হয়ে ভবনের এক্সিট সিঁড়ির দরজা লাগিয়ে অবস্থান করছিলাম। ঘটনার পৌনে এক ঘণ্টা পরে পুলিশ এসে দৃষ্কৃতিকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com