ঢাকা টাইমসের সম্পাদক দোলনের বাবার ৫ম মৃত্যুবার্ষিকী সোমবার
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৯
ঢাকা টাইমসের সম্পাদক দোলনের বাবার ৫ম মৃত্যুবার্ষিকী সোমবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দৈনিক ঢাকা টাইমস ও ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম এবং সাপ্তাহিক এই সময়ের সম্পাদক আরিফুর রহমান দোলনের বাবা সমাজসেবক এ এফ এম ওবায়দুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী সোমবার।


ওবায়দুর রহমান ২০১৯ সালের ৩০ ডিসেম্বর মারা যান। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গার মুন্সী পরিবারের প্রয়াত কাঞ্চন মুন্সীর উত্তরসূরি ছিলেন। ৬৯ বছর বয়সে মারা যান ওবায়দুর রহমান।


ফরিদপুরে স্থানীয় পর্যায়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা, কবরস্থান, খেলার মাঠসহ এলাকার অবকাঠামোগত উন্নয়নে কাঞ্চন মুন্সী পরিবারের অনেক অবদান রয়েছে।


কর্মজীবনে ওবায়দুর রহমান রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে অবসরে যান। অবসর জীবনে তিনি নানা ধরনের সমাজসেবামূলক কাজে নিয়োজিত ছিলেন।


প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন তাঁর ছেলে সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন ও তাঁর স্বজনরা।


ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে ফরিদপুরে এবং রাজধানীর ইস্কাটন গার্ডেনে ঢাকা টাইমস কার্যালয়ে বাদ আসর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।


মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার বিভিন্ন মসজিদ, মাদরাসায় কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই তিন উপজেলার এতিমখানাগুলোতে ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হবে।


এছাড়া কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে ফরিদপুরে এবং দৈনিক ঢাকা টাইমসের উদ্যোগে রাজধানীর ইস্কাটন গার্ডেনে বাদ আসর দোয়ার আয়োজন করা হয়েছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com