কুষ্টিয়ায় ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিলের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩, ১৭:০৭
কুষ্টিয়ায় ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিলের দাবিতে মানববন্ধন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিলের দাবিতে কুষ্টিয়ার সাংবাদিকরা মানববন্ধন করেছেন। ২ এপ্রিল রবিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখের সভাপতিত্বে এ কর্মসূচিতে বিভিন সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।


এতে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি খন্দকার আল মামুন সাগর, সাংস্কৃতিক নেতা কারশেদ আলম, সাংবাদিক হাসান আলীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যম কর্মীদের হয়রানি করা হবে না বলে মন্ত্রীদের মুখের কথার সঙ্গে কাজের মিল নেই। অবিলম্বে নিবর্তনমূলক এই কালো আইন বাতিলসহ এই আইনে হয়রানির শিকার সকল গণমাধ্যমকর্মীকে নি:শর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।


বিবার্তা/শরীফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com