শিরোনাম
ভাষার ভালোবাসায়
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৮, ১৯:১০
ভাষার ভালোবাসায়
মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার
মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার
প্রিন্ট অ-অ+

ভাষার ভালোবাসায়
মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার


স্বপ্ন মোদের অনেক বড়
বৃহৎ মোদের আশা,
সংগ্রাম করে এনেছি মোরা
মোদের মুখের ভাষা।
জীবনখানি ত্যাগ দিয়ে
যাদের স্বপ্ন ভাষা,
সেই উপমায় লিপিবদ্ধ
মোদের ভালোবাসা।
দিবানিশি যুদ্ধ করে
জীবনখানি দিয়ে,
সন্ধি হলো ভাষার সাথে
ভালোবাসা নিয়ে।
ভাষার সাথে যাদের জীবন
আছে সদা মিশে,
তাদের যুদ্ধ সফল হয়ে
ভাষা এলো শেষে।
জগৎ জুড়ে নেইতো কারো
এমন মুখের ভাষা,
ভাষার জন্য উঠলো জেগে
মোদের স্বপ্ন আশা।
একদিন মোরা শান্ত ছিলাম
সবাই মিলেমিশে,
হঠাৎ করে ঘুম ভেঙে যায়
ভাষার জন্য এসে।
মোদের স্বপ্ন শুরু হলো
ভাষার ভালোবাসায়,
তখন থেকে মেতে উঠি
গভীর স্বপ্ন আশায়।
মোদের ভাষা ছিনিয়ে নিতে
কেউ কভু এলে,
তখন তাদের করবো তাড়া
ক্লান্তি ভয় ফেলে।


বিবার্তা/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com