শিরোনাম
চন্দ্রাবতী শিশুসাহিত্য সম্মেলন শুক্রবার শুরু
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০১
চন্দ্রাবতী শিশুসাহিত্য সম্মেলন শুক্রবার শুরু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকায় শুক্রবার শুরু হচ্ছে দু'দিনব্যাপী ৫ম চন্দ্রাবতী শিশুসাহিত্য সম্মেলন। এদিন বিকেল ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সম্মেলন উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সারাদেশের ৪০০ জন শিশুসাহিত্যিক এতে অংশগ্রহণ করছেন।


দু'দিনে ছয় পর্বে অনুষ্ঠেয় সম্মেলনের বিভিন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কথাসাহিত্যিক আবুল মোমেন, কবি আসাদ চৌধুরী, শিশুসাহিত্যিক আলী ইমাম, শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী, কথাসাহিত্যিক আনিসুল হক, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, কবি মারুফুল ইসলাম, সাংবাদিক মুস্তাফিজ শফি, শিশুসাহিত্যিক রোকেয়া খাতুন রুবী, শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া, শিশুসাহিত্যিক আসলাম সানী, কবি হাবীবুল্লাহ সিরাজী, শিশু একাডেমীর পরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন, শিশুসাহিত্যিক মিহির মুসাকী, শিশুসাহিত্যিক রোমেন রায়হান, শিশুসাহিত্যিক রহীম শাহ, চিত্রশিল্পী হাশেম খান, কথাসাহিত্যিক ফারুক মঈনউদ্দীন, শিশুসাহিত্যিক রাশেদ রউফ, কথাসাহিত্যিক মোশতাক আহমেদ ও কথাসাহিত্যিক মাহফুজুর রহমান।


সম্মেলন চলবে শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৮টা এবং ২২ তারিখ সকাল ৯.৩০টা থেকে রাত ৮টা।


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com