শিরোনাম
ক্ষমা করো
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৭
ক্ষমা করো
জান্নাতুল ফেরদাউস আলেয়া
প্রিন্ট অ-অ+

আমাদের ইচ্ছাকৃত অবজ্ঞা আর
নিরূপায় অসহায়ত্ব,
দুইই ক্ষমা করে।


আমরা ৪৭ বছরেও
তোমার দুঃখ ঘুচাতে পারিনি,
হে বঙ্গ জননী ক্ষমা করো।


পুত্র-স্বামী-সম্ভ্রম
তুমি হারিয়েছো সব।
তবুও হারাওনি সাহস,
শুধু চেয়েছো আত্মমর্যাদা
কভু চাওনি তো যশ!


আমরা তোমার যোগ্য সন্তান
হতে পারিনি, হে দুঃসাহসিনী
ক্ষমা করো।


গোটা জাতির শিক্ষক তুমি
দিয়েছো এমন শিক্ষা,
সারাটি জীবন খেটে খেয়েছো
করোনি দয়া ভিক্ষা।


হাসপাতালে গিয়েছি লুকিয়ে
তুমি কি তা জান মা!
ভেবেছি মনে প্রতিটি ক্ষণে
যদি শোধ হয় কিছু দেনা!


বাঙালি জননীর মুকুট তুমি
তুমিই বিজয় কেতন,
শত সহস্র সালাম মা গো
তোমায় অভিবাদন।


উৎসর্গ : শ্রদ্ধেয় রমা চৌধুরীর মহাপ্রয়াণে


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com