শিরোনাম
ঐতিহ্যবাহী লোকনাট্য ‘ধামের গান’
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৮, ১৩:২০
ঐতিহ্যবাহী লোকনাট্য ‘ধামের গান’
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির পৃষ্ঠপোষকতায় এবং জেলা শিল্পকলা অ্যাকাডেমি ঠাকুরগাঁওয়ের আয়োজনে জেলা ভিত্তিক ঐতিহ্যবাহী কৃষ্টি ও সাংস্কৃতিক অনুষঙ্গ পরিবেশনা ও তথ্যচিত্র নির্মাণের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হলো জেলার ঐতিহ্যবাহী লোকনাট্য ‘ধামের গান’।


ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে রবিবার রাতে এ ধামের গানের আসর বসে। অনুষ্ঠান চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলাব্রত বর্মন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর মনতোষ কুমার দে।


এ সময় জেলা শিল্পকলা অ্যাকাডেমির সাধারণ সম্পাদক পার্থ সারথী দাস, জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী, সাপ্তাহিক বাংলার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক প্রশান্ত কুমার দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোট ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অনুপম মনি প্রমুখ উপস্থিত ছিলেন।


‘নটপটিয়া ব্রাহ্মণ ফুলশরি বাঁশ মালিনীর কেচ্ছা’ শিরোনামে ধামের গান পরিবেশন করেন রায়পুর লোকনাট্য গোষ্ঠী ঠাকুরগাঁও। লোকনাট্যটি রচনা করেন শচীন্দ্র নাথ বর্মন, নির্দেশনায় ছিলেন নরেন্দ্রনাথ বর্মন।


ধামের গান উপভোগ করতে হাজারো দর্শক সমাগম ঘটে বড়মাঠ চত্বরে। এ ধরণের আয়োজনকে সাধুবাদ জানায় আগত দর্শকশ্রোতারা।


বিবার্তা/বিধান/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com