ঢাকা থিয়েটারে ‘রঙমহাল’, নির্দেশনায় ফারুক আহমেদ
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ১১:৪৮
ঢাকা থিয়েটারে ‘রঙমহাল’, নির্দেশনায় ফারুক আহমেদ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

অভিনেতা ফারুক আহমেদ টেলিভিশন নাটকের পাশাপাশি দীর্ঘ সময় মঞ্চনাটকে অভিনয় করেছেন। চলচ্চিত্রেও সরব উপস্থিতি রয়েছে তার। প্রায় ২৫ বছর ঢাকা থিয়েটারে অভিনয় করেছেন তিনি। দীর্ঘ সময় মঞ্চে অভিনয় করলেও ঢাকা থিয়েটারে কোনো নাটক নির্দেশনায় দেখা যায়নি তাকে।


যদিও তিনি এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অভিনয়ের পাশাপাশি মঞ্চনাটক নির্দেশনা দিয়েছেন। তবে এবারই প্রথম ঢাকা থিয়েটারে ‘রঙমহাল’ নামক একটি নাটকে নির্দেশনা দেবেন। বর্তমানে নাটকটির মহড়া চলছে। এটি লিখেছেন নাট্যকার রুবাইয়াৎ আহমেদ।


ঢাকা থিয়েটারে ফারুক আহমেদ নির্দেশিত রঙমহাল নাটক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘‌আমি দীর্ঘদিন ঢাকা থিয়েটারের সঙ্গে ছিলাম। একনাগাড়ে ২৫ বছর ঢাকা থিয়েটারে অভিনয় করেছি। আমার ক্যারিয়ারে অভিনয়টা ছিল প্রধান। এ কারণে এত বছর অভিনয় করেছি। ঢাকা থিয়েটারে দীর্ঘদিন অভিনয় করলেও কখনো কোনো নাটকে নির্দেশনা দিইনি। এবার সেখান থেকে বলা হলো আমাকে একটি নাটক নির্দেশনা দেয়ার জন্য। এ হিসেবে নির্দেশনা দেয়া।’


বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি তিনি মঞ্চনাটকে অভিনয় করেছেন। নির্দেশনাও দিয়েছেন অসংখ্য নাটকে। এ নিয়ে তিনি বলেন, ‘‌আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন অভিনয়ের পাশাপাশি মঞ্চনাটক পরিচালনা করেছি। তবে ঢাকা থিয়েটারের জন্য এটা প্রথমবার। যখন থেকে অভিনয়ে ভালো করতে লাগলাম, তখন হুমায়ূন আহমেদ স্যারের নাটকে অভিনয় করার সুযোগ হলো। স্যার আমাকে ও আমার অভিনয়কে অনেক পছন্দ করতেন। তখন থেকেই আমি টেলিভিশনে অভিনয় করি। পাশাপাশি মঞ্চনাটকও করতাম।’


দীর্ঘ সময় ধরে মঞ্চনাটকে অভিনয় সম্পর্কে ফারুক বলেন, ‘‌আমার ক্যারিয়ারের বিশাল একটা সময় মঞ্চনাটকের সঙ্গে ছিলাম। ঢাকা থিয়েটারে দীর্ঘ ২৫ বছরে কোনো নাটক আমার বাদ যায়নি। তবে হুমায়ূন আহমেদের নাটক করতে গিয়ে কিছুদিন বাদ পড়েছিল। পরবর্তী সময়ে তিনি ছাড়াও বাইরের আরো নাটক করেছি। এখন নাটক একটু কম করি। বাচ্চু ভাইয়ের মতো একজন মানুষ আমাকে বলেছেন নাটকটি নির্দেশনা দেয়ার জন্য। যেহেতু বিশ্ববিদ্যালয়ে থাকাকালে এমন অভিজ্ঞতা ছিল, তাই এ নাটকে নির্দেশনা দিচ্ছি।’


নিজ দলে প্রথম নির্দেশনা দিচ্ছেন কেমন লাগছে, এমন প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, ‘‌আমার কাছে অনেক ভালো লাগছে। আমার কাছে কোনো কিছু চ্যালেঞ্জিং মনে হচ্ছে না। কারণ আমি দীর্ঘ সময় মঞ্চনাটকের সঙ্গে জড়িত ছিলাম। আমি এটাকে উপভোগ করছি। আমার ডাকে সাড়া দিয়ে সবাই রিহার্সেল করছে।’ এছাড়া এখনো বিভিন্ন নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি। ‘এশা মার্ডার’ নামে একটি নতুন সিনেমার শুটিং করছেন বলে তিনি জানান।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com