সাহিত্য দিগন্ত বর্ষসেরা কবি সম্মাননা পেলেন ভারতের রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ১৫:৪৭
সাহিত্য দিগন্ত বর্ষসেরা কবি সম্মাননা পেলেন ভারতের রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাহিত্য দিগন্ত বর্ষসেরা কবি সম্মাননা ২০২২ পেলেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় কবি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। তিনি পেশায় সাংবাদিক ও সাহিত্য সম্পাদক।


ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত আয়োজিত ৮ম সাহিত্য দিগন্ত বর্ষসেরা পুরস্কার -২০২২ ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে কবি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়কে এ সম্মাননা প্রদান করা হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কবি আসলাম ও রেজাউদ্দিন স্ট্যালিন, কবি শাহীন রেজা, কথা সাহিত্যিক মেহরুন্নেসা প্রমুখ।


বর্ষসেরা কবি সম্মাননা পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে ওপার বাংলার কবি রাজশ্রী বন্দ্যোপাধ্যায় জানান, শেকড়ের টানে এসেছেন বাংলাদেশে৷ তার মা এবং বাবা দুজনেই বাংলাদেশের নাগরিক ছিলেন৷ তারা কোনদিনই তাকে বাংলাদেশকে পৃথক করে ভাবতে শেখায়নি৷ ওপার বাংলা আর এপার বাংলা এই দুই বাংলাই জেনে এসেছে ছোট থেকে৷ তাই আজ এই মাটিকে ছুঁয়ে প্রণাম করতে এসেছে৷ এ দেশের মানুষ আমি আসার সঙ্গে সঙ্গে বড় আপন করে নিয়েছে৷


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com