শিল্পী আসমা সুলতানা’র একক শিল্পকলা প্রদর্শনী শুক্রবার
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১৬:০৬
শিল্পী আসমা সুলতানা’র একক শিল্পকলা প্রদর্শনী শুক্রবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ শিল্পী আসমা সুলতানার ‌‘বিস্মৃত ঘুম পাড়ানি গান’ এর একক শিল্পকলা প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে জেরারড আর্ট স্পেস, টরোন্টো, কানাডায়। ১৯ জুলাই থেকে শুরু হয়ে চলবে ৬ আস্ট পর্যন্ত। এবং ২২ জুলাই শনিবার প্রদর্শনীটি উদ্বোধন হবে।


‘বিস্মৃত ঘুম পাড়ানি গান’ নিয়ে শিল্পী জানান, ১৯৭১ এর মুক্তিযুদ্ধ ছিল যুদ্ধের ইতিহাসের অন্যতম সংক্ষিপ্ত এবং ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ । সেই ভয়াবহ ৯ মাস ছিল কোনো ছোটগল্পের মতো, সংক্ষিপ্ত কিন্তু গভীর। সেই যুদ্ধে বা্ংলাদেশীরা আমরা সবাই কিছু না কিছু হারিয়েছি। আমরা শুধু আমাদের প্রিয়জনকেই হারায়নি, বরং হারিয়েছি, সেই যুদ্ধ শিশুদের যারা মায়ের মুখ দেখবার আগেই মৃত্যু বরণ করেছে । যুদ্ধ শিশুদের মায়েরা হারিয়েছে তাদের সম্ভ্রম এবং সন্তান, তাদের নিজেরই জঠরে। যেখানে মায়ের কোল নিরাপদ আশ্রয় হবার কথা ছিল, অথচ তাদের মায়েদের জঠর হয়েছে তাদের সমাধিস্থান। আর যারা এই ভয়াবহ গণহত্যার মাঝেও বেঁচে ছিল তাদের পাড়ি দিতে হয়েছিল ভিন দেশে কোনো বিদেশী মা-বাবার ঘরে পালিত সন্তান হয়ে। সেই যুদ্ধ শিশুদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মানচিত্র, পতাকা, মাটি এব্ং আত্মপরিচয়। কিন্তু তারপরে কী হল? আমরা ভুলে গেছি তাদের বিসর্জনের কথা, আমরা আত্মপরিচিয়ের গ্লানি নিয়ে বেঁচে আছি বিস্মৃতির পথে হারিয়ে গিয়ে। আমাদের স্মৃতি, দৃষ্টি, সব কিছু ঘোলাটে হয়ে গেছে রাজনীতি, এবং জীবন দর্শন দ্বারা। আমরা আগের মতো শিশুদের ঘুম পাড়ানি গান গেয়ে আর ঘুম পাড়াই না। আমরা ঘুমন্ত এক জাতি হিসেবে নিজেদের আত্মপরিচয়কে ভুলে যেতে বসেছি, ভুলে যেতে বসেছি যুদ্ধশিশুদের আত্মবলিদান। সেকারণে আমাদের ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়াতে নয়, ঘুম ভাঙাতে হবে। আজ সময় এসেছে আমাদের পিছনে ফিরে দেখার, ইতিহাসকে আরো একবার বিশ্লেষণ করে দেখার, যেনো আমরা আমাদের ইতিহাসকে বিশ্বের সামনে উপস্থাপন করতে পারি।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com