শেষ হলো ৫ দিনব্যাপী মিউজিক অ্যাপ্রিসিয়েশন কোর্স
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৮:১৭
শেষ হলো ৫ দিনব্যাপী মিউজিক অ্যাপ্রিসিয়েশন কোর্স
শিল্প-সাহিত্য ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় শেষ হলো ৫ দিনব্যাপী মিউজিক অ্যাপ্রিসিয়েশন কোর্স।


রবিবার (১৮ জুন) বিকাল সাড়ে ৫টায় সমাপনী আয়োজনে উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এবারে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সাংবাদিকদের জন্যও এ কোর্সে অংশ নেয়ার সুযোগ দেয়া হয়। পরে সঙ্গীত নিয়ে ভাবনা ও বোধ তৈরির লক্ষ্যে এ ধরনের কোর্সের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রশিক্ষণার্থীরা। কেবল গায়ক হিসেবে নয় সঙ্গীত বিষয়ে সামাজিক বোধ তৈরিতেও এ ধরনের কোর্স সবার জন্য প্রয়োজন বলে অনুভুতি ব্যক্ত করেন কোর্সে অংশগ্রহণকারী সাংবাদিকসহ অনান্য পেশার প্রশিক্ষণার্থীরা। এদিন অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।


একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় সংগীত, সংগীত পরিভাষা, নান্দনিকবোধ, পাঠ ও চর্চার মাধ্যমে সংগীত উপস্থাপন, চিন্তা ও লেখার উৎকর্ষ সাধনের লক্ষ্যে এ কোর্স পরিচালিত হয়।


সমাপনী কোর্সে বক্তব্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর শাসনামলেও তাকে নানাভাবে বিপদে ফেলার চেষ্টা করা হয়েছে। তখনও তাকে লড়াই করতে হয়েছে। এখনও সত্য ও সুন্দর তৈরির লড়াই, মূল্যবোধ তৈরির লড়াই চলছে’।


তিনি আরও বলেন, সাধারণ মানুষের জন্য আমরা সংস্কৃতির আন্দোলন করে যাচ্ছি। বঙ্গবন্ধু যে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি তৈরি করতে চেয়েছিলেন সেটা এখনো আমরা তৈরি করতে পারি নি। আমরা চেষ্টা করছি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাধ্যমে যে জাগরণ তৈরি হয়েছে, এ ধরনের এ্যাপ্রিসিয়েশন কোর্স সেই সংস্কৃতি আন্দোলনেরই অংশ।’


গত ১৪ জুন শিল্পকলায় শুরু হয় ৫দিনব্যাপী মিউজিক অ্যাপ্রিসিয়েশন কোর্স।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com