বইমেলায় ইমরান মাহফুজের কবিতার বই ‘মুখোশপরা পাঠশালা’
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫১
বইমেলায় ইমরান মাহফুজের কবিতার বই ‘মুখোশপরা পাঠশালা’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বইমেলায় এসেছে কবি ও গবেষক ইমরান মাহফুজের নামহীন কবিতার বই ‘মুখোশপরা পাঠশালা’। বইটি প্রকাশ করেছে ঐতিহ্য প্রকাশনী। প্রচ্ছদ করেছেন আনোয়ার সোহেল। বইটির দাম ২০০ টাকা।


এইছাড়া শত বছরের আলমডাঙ্গা শিরোনামে তার একটি গবেষণার বই প্রকাশিত হয়েছে। এটি প্রকাশ করেছে কালের ধ্বনি।


মুখোশপরা পাঠশালা সম্পর্কে ইমরান মাহফুজ বলেন, সময় কতটা যে বদলেছে, আমরা এখন কাউকে শ্রদ্ধা করি যতটা না ভালোবাসে- তার চেয়ে ভয়ে আর কিছু পাবার আশায়। এটা কোনো স্বাভাবিক মানুষের কাজ না। এই কপটতা শেষবেলায় বাড়ায় হাহাকার। ফলে আমি যা বিশ্বাস করে যা বুঝি এবং যা জানি তাই শিল্পের পাতায় এঁকেছি। আমি মনে করি প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মানুষ হওয়ার জন্যে মন ও মনন-দুই-ই দরকার। সে পথের যাত্রীদের জন্য কবিতাগুলো।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com