শিরোনাম
বঙ্গবন্ধু ছবিমেলা করবে হাসুমণির পাঠশালা
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৮
বঙ্গবন্ধু ছবিমেলা করবে হাসুমণির পাঠশালা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষে (২০২০ সাল) দেশের সব শিল্পীকে নিয়ে বঙ্গবন্ধু ছবিমেলার আয়োজন করবে হাসুমণির পাঠশালা। ২০২০ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে ঢাকায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।


ছবিমেলার প্রতিপাদ্য ঠিক হয়েছে- পিতার ভাবনায় সোনার বাংলা। এতে বিষয়ভিত্তিক চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ওপর বিশিষ্ট শিল্পীদের অঙ্কিত চিত্র মেলায় প্রদর্শিত হবে।


রবিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বঙ্গবন্ধু ছবিমেলার আহ্বায়ক শিল্পী শাহাবুদ্দিন আহমেদ।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, চিত্রশিল্পী অধ্যাপক জামালউদ্দিন আহমেদ, চিত্রশিল্পী মনিরুজ্জামান প্রমুখ।


সংবাদ সম্মেলনের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর শিল্পী শাহাবুদ্দিন আহমেদ রঙতুলির আঁচড়ে ক্যানভাসে বঙ্গবন্ধুকে ফুটিয়ে তোলেন।


শাহাবুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে এ আয়োজন। আগামী প্রজন্ম ছবির মাধ্যমে বঙ্গবন্ধুকে চিনবে।


ছবিমেলার সদস্য সচিব মারুফা আক্তার পপি বলেন, ছবিমেলার বিষয়ে প্রস্তুতি ও প্রচারণার অংশ হিসেবে হাসুমণির পাঠশালা ঢাকাসহ সব বিভাগীয় শহরে নিজ নিজ বিভাগের শিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্পের আয়োজন করবে। এসব ক্যাম্পে আঁকা চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।


মেলায় একটি সাংস্কৃতিক মঞ্চ থাকবে, যেখানে বঙ্গবন্ধুকে নিয়ে গান, কবিতা আবৃত্তি, পুঁথিপাঠ, মঞ্চনাটক ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।


শিশুদের জন্য শিশু কর্নার থাকবে, যেখানে বঙ্গবন্ধুর শৈশব নিয়ে গ্রাফিক্স চলচ্চিত্র এবং সিরিজ চিত্রকর্ম ‘খোকা যখন ছোট্ট ছিল’ প্রদর্শিত হবে।


ছবিমেলায় অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন বা ব্যক্তিরা চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে হাসুমণির পাঠশালা ও এর ওয়েবসাইটে নিবন্ধন ফরম পাওয়া যাবে।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com