ঈদের পর ক্লান্ত ত্বক উজ্জ্বল করার উপায়
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ০৯:৪৯
ঈদের পর ক্লান্ত ত্বক উজ্জ্বল করার উপায়
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঈদের পরেও ত্বক উজ্জ্বল ও সতেজ রাখতে আপনাকে নিয়মিত কিছু যত্ন নিতে হবে। এখানে তিনটি সহজ ও কার্যকর উপায় দেয়া হলো


১. সঠিক স্কিনকেয়ার রুটিন বজায় রাখা


ঈদের সময় মেকআপ, তেল-মসলাযুক্ত খাবার ও রোদে বের হওয়ার কারণে ত্বক ক্লান্ত ও রুক্ষ হয়ে যেতে পারে। তাই ঈদের পর নিয়মিত স্কিনকেয়ার মেনে চলুন—


ক্লিনজিং
প্রতিদিন মৃদু ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করুন।


এক্সফোলিয়েশন
সপ্তাহে ২-৩ বার স্ক্রাব করুন, যাতে মরা চামড়া ও ময়লা দূর হয়।


ময়েশ্চারাইজিং
ত্বক হাইড্রেটেড রাখতে ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন।


২. পর্যাপ্ত পানি পান ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস


ত্বক উজ্জ্বল রাখতে ভেতর থেকে পুষ্টি যোগানো জরুরি।
প্রতিদিন ৮-১০ গ্লাস পানি পান করুন, যাতে ত্বক হাইড্রেটেড থাকে।
তাজা ফল, শাকসবজি ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি খান।
চর্বিযুক্ত ও ভাজা-পোড়া খাবার এড়িয়ে চলুন।


৩. সানস্ক্রিন ও ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করুন


বাইরে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন, যাতে সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকের ক্ষতি না করতে পারে।


ঘরোয়া ফেসপ্যাক: দই ও মধুর ফেসপ্যাক: ১ চামচ টক দই ও ১ চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
চন্দন ও গোলাপজলের ফেসপ্যাক: ত্বক উজ্জ্বল রাখতে এটি খুব কার্যকর।


এই তিনটি উপায় মেনে চললে ঈদের পরেও আপনার ত্বক থাকবে উজ্জ্বল ও সতেজ


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com