ঘুমে নাক ডাকার কারণ ও প্রতিকারের সাত উপায়
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০৯:২৮
ঘুমে নাক ডাকার কারণ ও প্রতিকারের সাত উপায়
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঘুমের মধ্যে নাক ডাকা হতে পারে নানা কারণে। এ নিয়ে চিন্তিত হবেন না, কারণ এটি কোন স্থায়ী সমস্যা নয়। চলুন জেনে নেই নাক ডাকার কারণ ও এ সমস্যা দূর করার জন্য কি করা যেতে পারে।


প্রথমে জেনে নিন নাক ডাকার কারণসমূহ-


১. শরীরে ওজন বেশি হলে ও পেশি দুর্বল হলে নাক ডাকা হতে পারে।


২. মানুষের যত বয়স বাড়ে কণ্ঠনালী তত সরু হতে থাকে। ফলে নাক ডাকা শুরু হয়।


৩. সাধারণত নারীদের তুলনায় পুরুষদের শ্বাসনালী সরু হয়। আর এই জন্যই পুরুষ মানুষের নাক ডাকার সমস্যা বেশি হয়ে থাকে।


৪. নাকে পলিপ থাকলে বা সাইনাসের সমস্যা থাকলে নাক ডাকা শুরু হতে পারে।


৫. নিয়মিত মদ্যপান, ধূমপান ও ঘুমের ওষুধ খেলে নাক ডাকা শুরু হয়।


৬. লম্বা টান টান হয়ে শুলেও নাক ডাকে অনেকে। গলার কাছে পেশিগুলো টেনে থাকে না। আলগা হয়ে যায়। ফলে, গলা থেকে নিঃশ্বাস বের হতে অসুবিধা হয়।


নাক ডাকা বন্ধ করার ৭ উপায় কী কী, তা দেখে নিন


১. ঘুমনোর পজিশন চেঞ্জ করুন
চিৎ হয়ে শোবেন না, তাহলে জিভের পেছন দিক টাকরায় লেগে বেশি নাক ডাকে। যে কোনো পাশে কাত হয়ে ঘুমান।


২. খোলা নাসারন্ধ্র
নাক বন্ধ থাকলে বেশি নাক ডাকে মানুষ। তাই ঘুমনোর আগে গরম পানিতে গোসল করুন। নাক ভালো করে ঝেড়ে পরিষ্কার করে শুতে যান। প্রয়োজনে নাসাল স্ট্রিপ নিন।
বাড়িতে অব্যবহৃত অ্যান্টিবায়োটিক ভুলেও খাবেন না- সতর্ক হোন।


৩. অ্যালকোহল বন্ধ করুন
গলার পেছনের দিকে মাংসের স্থিতিস্থাপকতা কমিয়ে দেয়। ঘুমনোর ঘণ্টা চার পাঁচ আগে একেবারেই অ্যালকোহল খাবেন না।


৪. পানির ভারসাম্য বজায় রাখুন
সারা দিনে শরীরে পানি ঠিকমতো পৌঁছালে নাকও হাইড্রেটেড থাকে। ফলে নাক কম ডাকে মানুষ।


৫. মাথা একটু তুলে শুতে হবে
একটি অতিরিক্ত বালিশ নিয়ে মাথা একটু তুলে শোবেন। এতে নাক ডাকার থেকে রেহাই মিলবে।


৬. ওজন কমান
মোটাদের নাক ডাকার প্রবণতা বেশি থাকে। স্বাস্থ্যকর খাবার ও ব্যায়ামের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখুন।


৭. ভাল ঘুমের অভ্যেস করুন
যাদের ঘুম ভালো করে হয় না তারা বেশি নাক ডাকেন। তা ছাড়া কম ঘুম থেকে শরীরে আরও নানা রোগ বাসা বাঁধে। দিনে ৮ ঘণ্টা ঘুম তাই জরুরি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com