লতানে কোন গাছ বেছে নেবেন গৃহসজ্জায়
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১২:০৩
লতানে কোন গাছ বেছে নেবেন গৃহসজ্জায়
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাড়িতে প্রবেশের গেট থেকে বারান্দা ভরে থাকবে রঙিন ফুলে। ছাদ থেকে নামবে লতানে গাছ, ফুটবে থোকা থোকা ফুল। এ ভাবেই বাড়িটি সাজানোর স্বপ্ন দেখেন?


আসলে ফুল এমনই, যা নামী-দামি ঘর সাজানোর জিনিসকেও নিমেষে টেক্কা দিতে পারে। কিন্তু লতানে কোন গাছে সাজিয়ে তুলবেন শখের বারান্দা কিংবা বাড়িতে ঢোকার গেট? তালিকায় রাখতে পারেন তিন ফুলের গাছ।


ট্রাম্পেট ভাইন: কমলা, লালচে রঙের ফুল হয় গাছটিতে। রোদ, জল, হাওয়ায় দিব্যি মানিয়েও নিতে পারে। মাঝেমধ্যে এক-দু’দিন জল দিতে ভুল হলেও চিন্তা নেই। কারণ, কম জলেও আপত্তি নেই ট্রাম্পেট ভাইনের। ফুল ফুটলে মৃদু সুবাস টের পাওয়া যাবে গাছটির কাছে এলেই। ফুলের রূপ-গন্ধ টেনে আনবে প্রজাপতি থেকে পাখিদেরও। বারান্দা সাজাতে হলে নির্দ্বিধায় বেছে নিতে পারেন গাছটি।


মর্নিং গ্লোরি: নীল, বেগনি, সাদা ফুলে বারান্দা সাজাতে চান? তা হলে বেছে নিতে পারেন মর্নিং গ্লোরি। লতানে গাছটিতে ফুল ফুটলে বাড়ির রূপই বদলে যাবে। এই গাছ বেড়ে ওঠার জন্য অন্তত ছ'ঘণ্টা সূর্যালোকের প্রয়োজন। গাছের জন্য খুব বেশি জলের প্রয়োজন হয় না। তবে মাটির উপরিভাগ শুকিয়ে গেলে জল দেওয়া প্রয়োজন। টবের জল নিষ্কাশন ব্যবস্থাও ভাল হওয়া দরকার।


অপরাজিতা: নীলচে ফুলটি আগে প্রায় প্রতি বাগানেই দেখা যেত। এখন বাগানের পরিসর কমেছে, কমেছে গাছপালাও। বারান্দা সাজিয়ে তোলার জন্য অপরাজিতাও বেছে নেওয়া যায়। তবে যে জায়গায় গাছটি লাগাবেন সেখানে পর্যাপ্ত রোদ আসা জরুরি। ৬-৮ ঘণ্টা রোদ এই গাছের জন্য আদর্শ। গাছের গোড়ায় জল জমলে বিপদ। তাই খেয়াল রাখতে হবে নিয়মিত। টবের মাটি বা গোড়া শুকনো মনে হলেই জল দিতে হবে। দোআঁশ মাটির সঙ্গে কম্পোস্ট, বালি মিশিয়ে মাটি প্রস্তুত করলে শুরু থেকেই গাছটি ভাল ভাবে বেড়ে উঠবে। মাঝে মধ্যে সব্জির খোসা, সর্ষের খোল পচিয়ে সারও প্রয়োগ করতে পারেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com