
সনাতন ধর্মাবলম্বীদের উৎসব শারদীয় দুর্গাপূজায় ধর্মীয় আচার আনুষ্ঠানিকতা চলছে। সেই সাথে অনেক আগে থেকেই নানান আয়োজনে মেতেছেচদেশীয় পোশাক তৈরি প্রতিষ্ঠানগুলো। চলছে শেষ মুহূর্তের কেনাকাটা।
কে ক্র্যাফট’য়ের আয়োজন
মান্ডালা, ফ্লোরাল, টামজারা, ট্রাইবাল, ট্র্যাডিশনাল, ভিন্টেজ সহ মিশ্র মোটিফের অনুপ্রেরণা এবং নানান রংয়ের বিন্যাসে চলমান ট্রেন্ড অনুযায়ী নকশা করা হয়েছে শারদীয় দূর্গাপূজা সংগ্রহে।
প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিন্যাসে ভিন্নতা আনার পাশাপাশি করা হয়েছে ‘ক্ল্যাসিক লুক’য়ের সাথে ‘রেট্রো লুক’য়ের সমন্বয়। এছাড়া ঐতিহ্যবাহী কাটছাঁটও করা হয়েছে নানান পোশাক।
আরামদায়ক, সময় উপযোগী ও উৎসবধর্মী পোশাকের আয়োজনকে ঘিরে করা হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, টপস, টিউনিক ও স্কার্ট।
ছেলেদের জন্য রয়েছে রেগুলার ও ‘ফিটেড’ পাঞ্জাবি। এছাড়াও পাওয়া যাবে স্মার্ট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট ও ফতুয়া।
মেয়ে শিশুদের জন্য উৎসব ভিত্তিক পোশাকে থাকছে – সালোয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা ও অন্যান্য পোশাকের সেট। ছেলে শিশুদের জন্য পাঞ্জাবি, শার্ট, ফতুয়াসহ নানা আয়োজন।
পারিবারিক পোশাক থাকছে বরাবরের মত। এছাড়া যুগলদের জন্য থাকবে বিশেষ পোশাক। সাথে মিলিয়ে পরার জন্য অনুষঙ্গ হিসেবে থাকছে নানান ধরনের গয়না এবং অন্যান্য উপহার সামগ্রী।
কাপড় নির্বাচনে উৎসব ভিত্তিক পরিবেশে স্বস্তিতে থাকাকে প্রাধান্য দিয়ে থাকছে- কটন, হ্যান্ডলুম কটন, সুইস কটন, জ্যাকার্ড কটন, লিনেন, হাফ সিল্ক, জর্জেট, সিল্ক, অরগাঞ্জা ফেব্রিক।
মাধ্যম হিসেবে ব্যাবহার হয়েছে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট এবং কারচুপির কাজ।
পোশাকে নানান রং হিসেবে থাকছে- লাল, সাদা, অফ-হোয়াইট, ক্রিম, গোলাপি, পাউডার পিঙ্ক, মেরুন, ম্যাজেন্টা, ব্রিক রেড, অরেঞ্জ, টেন ব্রাউন, মেরি গোল্ড, ল্যাভেন্ডার, নীল, গোল্ডেন, কোরাল রেড, ক্রিমসন রেড।
বিক্রয়কেন্দ্রগুলো ছাড়াও প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজ থেকে সংগ্রহ করা যাবে এসব পোশাক।
লা রিভ’য়ে পূজার কালেকশন
শরতের উজ্জ্বল রং ও ভিন্নধর্মী নকশায় ফ্যাশনের আধুনিক ট্রেন্ড ও ঐতিহ্যবাহী উৎসবের আমেজের সমন্বয় করেছে তারা।
এই বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস উল্লেখ করেন, “আমাদের দেশের মানুষ চিরকালই শান্তি ও সম্প্রীতির পক্ষে। উৎসবমুখর এই সম্প্রীতির বন্ধনই লা রিভের পূজা কালেকশনের অণুপ্রেরণা।”
পূজার চিরন্তন রং লাল-সাদা হলেও এই বছরের তারা বোল্ড, ফেস্টিভ রংগুলো বাছাই করেছে। সিঁদুরে লালের পাশাপাশি মাস্টার্ড ইয়েলো, কমলা, বাদাসি, গেরুয়া, ময়ূরকন্ঠী নীল, গোলাপি, সোনালি, পীত, কালো, সবুজ, হলুদ, বেইজ, টিল, রয়্যাল ব্লু, মেরুন উঠে এসেছে।
প্রধান মোটিফ হিসেবে থাকছে ময়ূরসহ ফলের জনপ্রিয় সব প্রিন্টস্টোরি।
ফিউশনের জন্য চলতি ফ্যাশনের প্যাটার্ন যেমন ড্রামাটিক স্লিভস, স্ট্যান্ড কলার, ভি ও মকনেক, ফ্লেয়ার্ড ও কাফতান কাট হেম, লং লেংথ, কেপ ও শ্রাগ-স্টাইল লেয়ার বেছে নেওয়া হয়েছে।
‘পার্টি-স্টাইল’গুলোতে যোগ হয়েছে ভারি কারচুপি, এম্ব্রয়ডারি, ফয়েল প্রিন্ট, পিনটাক, প্যাচওয়ার্ক ডিটেইলস, টাইকর্ড ও ট্যাসেল।
নারীদের জন্য রয়েছে মাঝারি, লম্বা ও শ্রাগ-স্টাইল টিউনিক, কামিজ, সালোয়ার কামিজ, ম্যাচিং টপস, স্কার্ট ও ম্যাচিং বটমস।
অনুষ্ঠান ও বিশেষ আয়োজনে পরার জন্য এক্সক্লুসিভ মসলিন, হাফসিল্ক ও কটন শাড়ি নকশা করা হয়েছে।
পুরুষের জন্য এক্সক্লুসিভ আর্টসিল্ক পাঞ্জাবি, টুইন-ফিটেড কটন ও ভিসকোস পাঞ্জাবি, ক্লাসিক পাজামা ও স্মার্টফিট পাজামা প্যান্টস, ফুল-স্লিভ শার্ট, টিশার্ট ও পোলো শার্ট বাছাই করেছে তারা।
পূজাতে বাবা-মায়ের সঙ্গে ম্যাচিং করে পরার পোশাক পাওয়া যাবে। রয়েছে শিশু-কিশোরদের জন্য আলাদা সংগ্রহ।
নারী-পুরুষের মিল করা পোশাকও থাকছে।
বিক্রয়কেন্দ্রগুলো ছাড়াও প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজ থেকে সংগ্রহ করা যাবে এসব পোশাক।
সারা’র পূজার আয়োজন
এবারে তাদের নকশার বিষয়বস্তু হচ্ছে শরতের খুশি। সময়, স্থান, আবহাওয়ার বিবেচনায় প্রতিষ্ঠানটি ব্যবহার করেছে সুতি, ভিসকস, সিনথেটিক, জ্যাকার্ড, সিল্ক, ডাবল জর্জেট, ডেনিম ও নিট কাপড়ের বিভিন্ন সমন্বয়।
প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে নকশা, পোশাকের ধাঁচ ও মোটিফের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন চক্রে আঁকা শিল্প।
প্রাধান্য পেয়েছে লাল, কমলা, বাদামি, নীল, লাইম গ্রিন, আকাশি নীল, গোলাপি, ম্যাজেন্টা, সাদা, পিচসহ নানান রং। ধাঁচ হিসেবে ব্যবহৃত হয়েছে এ লাইন ড্রেস, শিফট ড্রেস, ম্যাক্সি ড্রেস, চিনোস, কার্গো প্যান্ট, টিউনিক ও আনারকলি কাট।
নারীদের জন্য থাকছে কুর্তি, ফ্যাশন টপস, স্কার্ফ, থ্রিপিস, টু পিস সেট এবং শাড়ি। পুরুষদের জন্য রয়েছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট ইত্যাদি।
সাড়ে ৩শ’ থেকে সাড়ে ৫ হাজার টাকার মধ্যে পূজার এসব পোশাক সংগ্রহ করা যাবে তাদের বিক্রয়কেন্দ্রগুলো থেকে।
উল্লেখ্য, ‘স্নোটেক্স গ্রুপ’-এর লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]