স্কুলের জামায় কালির দাগ কীভাবে পরিষ্কার করবেন?
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০১:৫৫
স্কুলের জামায় কালির দাগ কীভাবে পরিষ্কার করবেন?
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাচ্চার কালিমাখা হাত-মুখ সাবান দিয়ে ধোয়া গেলেও, জামা থেকে কালির দাগ চট করে উঠতে চায় না।


ইদানীং ঝর্না কলমের চল নেই। ফলে জামায় কালি ধেবড়ে যায় না বটে, তবে ডট পেনের সরু দাগও কিন্তু তোলা কম ঝক্কির নয়। বিশেষত সাদা জামায় লাগলে তো বটেই।


কীভাবে কালি তুলবেন?


১. কখনও ডট পেনের আঁচড় পড়ে যায় জামায়। কখনও আবার রিফিলের মুখের বলটি নষ্ট হয়ে গেলে তা থেকে কালি বেরিয়ে এসেও জামায় লাগতে পারে।


যে জায়গায় কালি লেগেছে, তার নিচে একটি পেপার টাওয়েল রাখুন। একটি ড্রপারে রাবিং অ্যালকোহল নিয়ে তা ফোঁটার আকারে কালির উপর ফেলতে থাকুন। ১৫ মিনিট সেটি কাপড়ে রেখে দিন।


২. কাপড় থেকে কালি উঠলে পেপার টাওয়েল সেটি শুষে নেবে। এ ভাবে কালি অনেকটা উঠে গেলে, ঠান্ডা পানির নিচে কাপড়টি রেখে ধুয়ে নিন।


৩. কাপড়ের দাগ তোলার জন্য বিভিন্ন ধরনের তরল পাওয়া যায়। বাকি দাগ তোলার জন্য সেটি ব্যবহার করুন। তরলটি কাপড়ে লাগিয়ে বেশ কিছু ক্ষণ রেখে, কাপড় কাচার সাবান দিয়ে কেচে নিন।


৪. এর পরেও দাগ থাকলে আবার একই পদ্ধতি অনুসরণ করুন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com