বাড়িতেই হোক ম্যানিকিয়োর
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৯
বাড়িতেই হোক ম্যানিকিয়োর
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

উৎসবের আগে ত্বক আর চুল যতটা যত্ন পায়, ঠিক ততটাই যত্ন দরকার নখেরও। নখের যত্ন মানেই ম্যানিকিয়োর করানো জরুরি। তবে এই পুজোর আবহে পার্লারে ম্যানিকিওর করাতে গেলে দীর্ঘ সময় ব্যয় হবে। তার চেয়ে সহজ কয়েকটি উপায়ে বাড়িতেই সেরে নিতে পারেন ম্যানিকিওর। হাত সুন্দর এবং নরম হবে। কী ভাবে করবেন? ধাপে ধাপে শিখে নিন।


১) নেল পালিশ রিমুভার দিয়ে প্রথমে ভাল করে নখের নেল পালিশ মুছে নিন। এমন করে মুছবেন যাতে, একটুও নেল পালিশের দাগ না থাকে।


২) এর পর নখগুলো পছন্দমতো আকারে কেটে নিন। দেখবেন যেন খুব বেশি ছোট হয়ে না যায়। ভালভাবে রেখা বরাবর মসৃণ করা জরুরি।


৩) এ বার একটি পাত্রে হালকা গরম জল নিন। তাতে কোনও ভেষজ শ্যাম্পু দিয়ে মিনিট তিনেক আঙুলগুলি ডুবিয়ে রাখুন। গরম জলে হাত ডুবিয়ে রাখলে কিউটিকলগুলো নরম হবে। হাতের জমা ময়লা ও মৃত কোষগুলোও আলগা হয়ে যাবে।


৪) এর পর ভাল করে হাত মুছে নিয়ে নখের গোড়ায় ক্রিম লাগান। এ বার ভাল করে নখের কোণের নোংরা পরিষ্কার করে নিন।


৫) এ বার পুরো হাতে ভাল করে ময়েশ্চরাইজার মেখে নিন। তবে খুব বেশি ময়েশ্চরাইজার যেন নখে না থাকে, তাহলে নেল পালিশ ধরবে না।


৬) প্রথমে স্বচ্ছ নেল পালিশের প্রলেপ লাগিয়ে নিন। এতে রঙিন নেল পালিশের রং বেশি দিন অটুট থাকবে।


৭) এ বার ভাল করে নখগুলিতে নেল পালিশ লাগিয়ে নিন। শুকিয়ে গেলে উপরে স্বচ্ছ্ব নেল পালিশের স্তর লাগিয়ে নিন। নেল পালিশের রং তাতে সহজে চটবে না।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com