
জুতা আপনার ব্যক্তিত্বকে বাড়িয়ে তোলে। একটি সুন্দর জুতা কেবল আপনার পোশাককে সম্পূর্ণ করে না। বরং আপনার আত্মবিশ্বাস এবং সামগ্রিক স্টাইলকেও বাড়িয়ে তোলে। তাই এটি কিনতে গেলে একটু সময় নিন। জুতা যেন আরামদায়ক এবং মানানসই হয় সে বিষয়ে খেয়াল রাখুন। তাই বিশাল জুতার রাজ্য থেকে, সঠিকটি বাছাই করার সময় পাঁচটি বিষয় খেয়াল করতে পারেন-
১. সাধারণত আমাদের যত পোশাক থাকে তত জুতা থাকে না। সেক্ষেত্রে জুতার রং এমন হওয়া উচিত যাতে এক জুতার সঙ্গে অনেক রঙের বা যেকোন রঙের পোশাক পরা যায়। জুতার রং যদি কালো, ঘিয়ে, বাদামি কিংবা মেরুন হয় তাহলে যেকোন রঙের পোশাকের সঙ্গে পরতে পারবেন।
২. আজকাল অনেকেই হাঁটার প্রতি মনোযোগী। যারা নিয়মিত হাঁটেন তারা ফ্ল্যাট জুতা বেছে নিতে পারেন। অথবা ব্লক হিলও নিতে পারেন।
৩. ফ্যাশনিস্তারা বলেন, শাড়ির সঙ্গে হিল পরলে বেশি ভালো লাগে। বিশেষ করে পেনসিল হিল ভালো লাগে। তবে এতে স্বাচ্ছন্দ্যবোধ না করলে ব্লক হিল নিতে পারেন।
৪. আঁটোসাঁটো জুতা না কিনে পায়ের মাপমতো জুতা বাছাই করুন। আমরা অনেকে অনলাইন থেকে জুতা কিনে থাকি, সেক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র নম্বর মিলিয়ে জুতা কিনে ফেলি। নম্বর ঠিক থাকলেও জুতার সামনে বা গোড়ালির দিকে অনেক সময় পায়ের মাপমতো হয় না। এই সমস্যায় পড়তে না চাইলে সরাসরি দোকানে গিয়ে জুতা কিনতে পারেন। এক পায়ে জুতা পরে আমরা মনে করি, ঠিক আছে। কিন্তু দুইটি জুতার গড়ন দুইরকম হতে পারে। সবচেয়ে ভালো উপায় হলো দুই পায়ে জুতা পরে একটু হেঁটে দেখতে পারেন। যদি হাঁটতে সমস্যা না হয় তাহলে নিতে পারেন।
৫. জুতার সোল মজবুত হওয়া জরুরি। জমকালো জুতা দেখেই পছন্দ হয়ে যেতে পারে কিন্তু জুতার সোল মজবুত না হলে বিপদে পড়তে পারেন। কারণ জুতার সোল ভালো না হলে যেকোন সময় জুতা ছিঁড়ে যেতে পারে। সেক্ষেত্রে ভালো ব্রান্ডের বা নামী ব্রান্ডের জুতা কেনাই ভালো।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]