ভালুকায় পরিত্যক্ত এলাকায় বাণিজ্যিক চত্বর, ভাড়া যাবে মুক্তিযোদ্ধাদের তহবিলে
প্রকাশ : ০২ মে ২০২৫, ১৩:২০
ভালুকায় পরিত্যক্ত এলাকায় বাণিজ্যিক চত্বর, ভাড়া যাবে মুক্তিযোদ্ধাদের তহবিলে
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বহুদিনের পরিত্যক্ত ও নোংরা স্থানকে রূপান্তর করা হয়েছে একটি আধুনিক বাণিজ্যিক এলাকায়।


উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, এই স্থানটি কেউ চিনতে পারছেন কি না জানি না। আমি বলি, এটি হচ্ছে আমাদের ভূমি অফিস সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের যাওয়ার পথের বাম পাশের একটি পরিত্যক্ত স্থান যেখানে সারা বাজারের মানুষ ময়লা ফেলতো এবং নানা ভাবে স্থানটি নোংরা হয়ে থাকতো।


উক্ত স্থানে বর্তমানে নির্মাণ করা হয়েছে নয়টি চমৎকার দোকান শেড। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, এই ঘরগুলোর নির্মাণ খরচের একটি অংশ এসেছে ঘরের অ্যাডভান্স ভাড়া থেকেই। আমরা আশা করছি এখান থেকে প্রতি মাসে প্রায় ২৭ থেকে ২৮ হাজার টাকা ভাড়া পাওয়া যাবে, যা মুক্তিযোদ্ধাদের সরকারি তহবিলে জমা হবে এবং তাদের কল্যাণে ব্যয় করা হবে।


তিনি আরও জানান, ইতোমধ্যে আবেদন যাচাই-বাছাইয়ের মাধ্যমে সবকটি দোকানের বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগটি স্থানীয় জনগণের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং এটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকা তথা ভালুকার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয়রা।


মাহমুদ আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব শীঘ্রই স্থানটি কর্মচঞ্চল হয়ে উঠবে ইনশাআল্লাহ।


এই ধরনের জনকল্যাণমুখী উদ্যোগ উপজেলায় প্রশাসনের উন্নয়ন চিন্তা ও সদিচ্ছার বাস্তব উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।


বিবার্তা/সাজ্জাদুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com