
এমনিতে চিয়া বীজ পানিতে ভিজিয়ে খাওয়াই দস্তুর। কিন্তু আগের দিন রাতে যদি চিয়া বীজ ভেজাতে ভুলে যান, তা হলে কী করবেন? সময়ের অভাবে এক চা চামচ শুকনো বীজ মুখে দিয়ে তার পর পানি খেয়ে নেন অনেকেই। পেটের ভিতর সেই বীজ গিয়ে ফুলে যায়।
আপাতভাবে দেখলে এতে অসুবিধের কিছু নেই। তবে এই অভ্যাস মোটেই ভালো নয়। শুকনো চিয়া খেতে গিয়ে খাদ্যনালিতে আটকে প্রাণসংশয় হয়েছিল এক ব্যক্তির। এই সংক্রান্ত একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সম্প্রতি।
পানিতে ভেজানো চিয়া গলাধঃকরণ করা সহজ হলেও শুকনো চিয়া খাদ্যনালিতে আটকে যাওয়ার সম্ভাবনা প্রবল। কারণ, খাদ্যনালির ভিতর কোনও খাঁজে শুকনো চিয়া আটকে যেতে পারে। তারপর জল খেলে সেই বীজ ফুলে ফেঁপে বীজের আকারের চাইতে প্রায় ৩০ গুণ বড় হয়ে যায়।
ফলে খাদ্যনালি ক্ষতিগ্রস্ত হয়। গলায় বীজ আটকে প্রাণসংশয় হওয়া অস্বাভাবিক নয়। তাই শুকনো চিয়া খেতে বারণ করেন চিকিৎসকেরাও। নেটপ্রভাবী এবং চিকিৎসক সার্ম মাজ়হার বলেন, “শুধু জল কেন, পুডিং, স্মুদি, ইয়োগার্ট কিংবা টক দই দিয়েও চিয়া বীজ খাওয়া যেতে পারে।”
পুষ্টিবিদেরা বলছেন, আগের দিন রাতে চিয়া বীজ ভেজাতে যদি ভুলেও যান, সে ক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠেই তা ভিজিয়ে দেওয়া যেতে পারে। আধ ঘণ্টা ভিজতে পারলেই যথেষ্ট। তেমন হলে ঈষদুষ্ণ জলেও চিয়া ভেজানো যায়। তা হলে কম সময়ের মধ্যেই এই বীজ ফুলে যাবে। সে ক্ষেত্রে গলাধঃকরণ করতে অসুবিধা হবে না। শারীরিক কোনও জটিলতা হওয়ার সম্ভাবনাও কম।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]