
বর্ষাকালে বৃষ্টির কারণে আবহাওয়া সবসময় আর্দ্র থাকে। এ সময় প্রকৃতি সেজে উঠলেও, বেড়ে যায় রোগব্যাধি। আসুন জেনে নিই এ সময় যে সব রোগের প্রকোপ বেড়ে যায়।
ডেঙ্গু মশার প্রজনন মৌসুম হলো বর্ষাকাল। বিশ্বব্যাপী ডেঙ্গুতে ৩৪ শতাংশ ও ম্যালেরিয়ায় ১১ শতাংশ মানুষ আক্রান্ত হয় বর্ষা মৌসুমে। এডিস ইজিপ্টি মশার কারণে এ রোগ হয়। যা বর্ষাকালে- বালতি, ড্রামস, কূপ, গাছের গর্তও ফুলের মধ্যে প্রজনন ঘটায়। এই মশা কামড়ানোর ৪-৭ দিন পরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় রোগী। এর প্রথম লক্ষণ হলো জ্বর ও অবসাদ অন্তর্ভুক্ত।
বর্ষায় ম্যালেরিয়া রোগের প্রকোপ বেড়ে যায়। ম্যালেরিয়ার কারণে বেশ কয়েক দিন ধরে উচ্চতর জ্বর থাকে। অনেকের ক্ষেত্রে ম্যালেরিয়া মারাত্মক হতে পারে।
বিগত কয়েক বছরে বর্ষায় চিকুনগুনিয়া রোগী বেশি দেখা গেছে। বর্ষার ভাইরাল রোগ হলো চিকুনগুনিয়া। এইডস অ্যালবপিকটাস মশা দ্বারা সৃষ্ট এই রোগ। এই মশার প্রজাতি স্থির পানিতে বংশবৃদ্ধি করে এবং কেবল রাতে নয়, দিনেও আপনাকে কামড়াতে পারে।
বর্ষাকালে এসব মশাবাহিত রোগে আক্রান্ত হলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিন। এ সময় মশাবাহিত রোগ থেকে সবারই সতর্ক হতে হবে। ঘরের আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি নিয়মিত মশারি টাঙিয়ে ঘুমানোর অভ্যাস করুন। শিশুদের প্রতি বাড়তি খেয়াল রাখুন। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খান।
বিবার্তা/সানজিদা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]