
আজ ১৭ ফেব্রুয়ারি, পারফিউম ডে। এটি হল নিজেকে ভালোবাসার দিন। কিক ডে, স্ল্যাপ ডে-র পর আজ সেই পুরোনো সম্পর্কের তিক্ততা ভুলে নিজেকে ভালোবাসার দিন।
আপনি ভাবছেন সুগন্ধি কেন আসবে প্রেমহীন সপ্তাহে? তাই তো? ব্যাপারটা ঠিক সে রকম নয়। পারফিউমের সুবাস আপনাকে জীবনে প্রেম খুঁজে পেতে বা আপনার বর্তমান প্রেমকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে।
যদিও পারফিউম দিবসটি ভ্যালেন্টাইন বিরোধী সপ্তাহের অংশ, আপনি নিশ্চিতভাবে এটিকে একটি ভালোবাসায় ভরা এবং ইতিবাচক উপায়ে উদ্যাপন করতে পারেন।
পারফিউমের গন্ধ আমাদের স্মৃতি ফেরায়, ভালো খারাপ দুই-ই ফেরায় সাগরের ঢেউয়ের মতো। আপনি বেছে নিন আপনার নিজের জীবনের সুগন্ধ। ফুরফুরে হালকা চাইলে, সেরকম। আবার কড়া চাইলে কড়াই।
জীবনের যেটুকু সুন্দর নয়, সুখের নয়, ফুঁ বলে উড়িয়ে দিন। আর ভালো পারফিউমের মতোই ভালোটুকু ছড়িয়ে দিন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]