
চলছে প্রেমের সপ্তাহ। দিন তিনেক পরই ভ্যালেন্টাইস ডে।
এর মধ্যে নিশ্চয়ই ঠিক করে ফেলেছেন প্রিয়জনকে সেদিন কী উপহার দেবেন। এক গোছা গোলাপ, না কী ডায়মন্ড রিং? কিউট টেডি বিয়ার বা সুন্দর টাই সেট বা পারফিউমও উপহার দিতে পারেন।
কিন্তু জানেন কী এইসব উপহারের থেকে কোন উপহার সবচেয়ে গুরুত্বপূর্ণ?
তা হল সুখে-দুখে পাশে থাকার অঙ্গীকার। বৃহস্পতিবার ভ্যালেন্টাইন উইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এদিন হল প্রমিস ডে। প্রতি বছর ১১ ফেব্রুয়ারি পালন করা হয় এই প্রমিস ডে। প্রেমের সপ্তাহের পঞ্চম দিন উদ্যাপন করা হয় এই প্রমিস ডে।
সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রতিশ্রুতি। নিজেদের সম্পর্ককে আরও মজবুত আঁটসাট করতে এর থেকে ভাল উপহার আর কী হতে পারে।
এই প্রমিস ডে-তে প্রিয়জনকে দিতে পারেন যেসব প্রতিশ্রুতি—
• তোমায় অনেক অনেক বেশি ভালবাসব।
• বিপদের মুখে তোমায় ফেলে চলে যাব না। সুখে-দুখে থাকব তোমার পাশে।
• যে কোনও মূল্যে তোমায় রাখব সুখে, আনন্দে।
• সব সময় আমি তোমার প্রতি সত্ এবং বিশ্বস্ত থাকব।
• আমাদের সম্পর্কের মাঝে কোনও মিথ্যে, ছলচাতুরিকে রাখব না।
• তোমায় কখনও কষ্ট দেব না। দেব না কোন মানসিক আঘাত।
তবে মনে রাখবেন এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না, যা পালন করতে পারবেন না।
তাই আর দেরি কেন, এখনই প্রিয়জনের নরম হাত ধরে নিজের মনের কথাটা বলে দিন। প্রিয়জনের মুখের হাসিই বলে দেবে তাঁর জীবনে আপনি কতটা গুরুত্বপূর্ণ।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]