চকোলেটের স্বাদেই কাটুক প্রেমের সপ্তাহ
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৩
চকোলেটের স্বাদেই কাটুক প্রেমের সপ্তাহ
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

রোজ ডে দিয়ে শুরু হয়েছে ভ্যালেন্টাইনস সপ্তাহ। আজ এই সপ্তাহের তৃতীয় দিন অর্থাৎ ৯ ফেব্রুয়ারি, চকোলেট ডে । এই সময়ে মনের মানুষটির থেকে একটি ‘মিষ্টি’ উপহার পেতে কার না ভালো লাগে!


সেই চকোলেট ডে'র দিনে একে অপরকে জানিয়ে দিন মনের কথা। এই দিনটিকে বিশেষ করে তুলতে চান, তাহলে আজ প্রথমেই তাদের চকলেট দিবসের শুভেচ্ছা জানান।


চকোলেট ডে- ২০২২ এর জন্য রইল চকোলেট ডে-এর শুভেচ্ছা, বার্তা এবং স্ট্যাটাস ওয়ালপেপার।


এই দিনে কেমন মেসেজ পাঠাতে পারেন প্রিয়জনকে?


তুমি আমার জীবনকে চকলেটের মতো মিষ্টি এবং ভালবাসায় ভরিয়ে দাও। শুভ চকলেট দিবস!


তোমার হাসির মতো মিষ্টি চকলেটের বার খোঁজার চেষ্টা করেছি কিন্তু খুঁজে পাইনি। শুভ চকলেট দিবস!


আশা করি তোমার জীবন চকোলেটের মতো মিষ্টি হয়ে উঠুক। আজ এবং প্রতিদিন তোমার সঙ্গে একসাথে আনন্দ ভাগ করে নেবো। শুভ চকলেট দিবস।


চকোলেটের দিব্যি, সারা জীবন তোমার সঙ্গে থাকব। তোমার আনন্দ আর দুঃখ ভাগ করে নেব। কথা দিলাম, সব সময়ে আছি।


ডেয়ারি মিল্ক কিটক্যাট-কে বলেছিল, আমি বিশ্বের সবচেয়ে মিষ্টি, কিন্তু কিটক্যাট বলেছে, তুমি সম্ভবত জানো না, যে এটি পড়ছে সে আমাদের চেয়েও বেশি মিষ্টি। চকলেট ডে-এর শুভেচ্ছা।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com