
ঘরে-বাইরে কাজ সামাল দিতে গিয়ে নখের দিকে তাকানোর একদম সময় হয় না। কোথাও যাওয়ার আগে নেলপলিশ দিয়ে খুঁত ঢেকে তৎক্ষণাৎ কাজ চালিয়ে নেন বটে, তবে তাতে নখের যত্ন নেওয়া হয় না।
কয়েক দিন পর নখ থেকে নেলপলিশের রং উঠে গেলেই নখের উপরকার হলদেটে ছোপ বেরিয়ে পড়ে। নখ একটু বড় করতে গেলেই ভেঙে যায়।
শীতে আবার নখের চারপাশ থেকে ক্রমাগত ছাল উঠতে থাকে। ম্যানিকিয়োর করানোর পর কিউটিকল অয়েল মাখলেই কিছু দিন ঠিক থাকে। তার পর আবার যে কে সেই।
তবে এই কিউটিকল অয়েল কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলা যায়।
‘কিউটিকল অয়েল’ তৈরি করতে কী কী লাগবে?
কাঠবাদামের তেল: ২ টেবিল চামচ
ভিটামিন ই ক্যাপসুল: ২টি
ল্যাভেন্ডার অয়েল: ১ টেবিল চামচ
রোজহিপ অয়েল: ১ টেবিল চামচ
পদ্ধতি
১) প্রথমে পরিষ্কার কাচের শিশিতে পরিমাণ মতো অয়েলগুলি নিয়ে নিন।
২) এ বার ভিটামিন ই ক্যাপসুল ভেঙে তার নির্যাস দিয়ে দিন।
৩) ভাল করে মিশিয়ে নিন। রাতে শুতে যাওয়ার আগে নখ ও তার চারপাশে ভাল করে মেখে নিন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]