নতুন বাড়ির বসার ঘরটি কেমন করে সাজাবেন?
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ১২:৩২
নতুন বাড়ির বসার ঘরটি কেমন করে সাজাবেন?
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

অতিথি এলেই তাঁকে আপ্যায়ন করে বসানো হয় বাড়ির বসার ঘরেই। তাই সেই জায়গাটি সুন্দর করে সাজিয়ে রাখা জরুরি। তা ছাড়া, বাড়িতে ঢুকেই প্রথমে এই ঘরটির দিকেই নজর পড়ে।


বসার ঘর যদি অগোছালো থাকে, তা হলে গোটা বাড়ি সাজানোর পরিশ্রম পণ্ড হয়ে যায়। তাই বসার ঘর সাজাতে হবে মন দিয়ে। মাথা খাটিয়ে। বসার ঘরটি কেমন করে সাজাবেন?


১) বসার ঘরের দেওয়ালের সাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অনেকেই আবার অন্দরসজ্জায় বেশি জমকালো কিছু পছন্দ করেন না। সে ক্ষেত্রে একরঙা দেওয়াল থাকতে পারে। অল্প আসবাবের সঙ্গে এ ধরনের দেওয়াল মানানসই। বসার ঘর তুলনায় ছোট হলে দেওয়াল রাঙাতে পারেন হালকা রঙে। এতে ঘর বড় দেখাবে।


২) কমবেশি সকলের বসার ঘরেই ভিড় করে থাকে সোফা, টেবিল, বুক শেল্ফ। অন্দরসজ্জার সেই একঘেয়েমি কাটাতে সোফার বদলে রাখতে পারেন বড় বিন ব্যাগ। ভারী আসবাব সরিয়ে বাহারি কার্পেটও পাততে পারেন।


৩) বসার ঘর সাজাতে পারেন স্বপ্নের মতো কিছু ছবি দিয়ে। বই পড়তে ভালবাসলে বসার ঘরে রাখতে পারেন বইয়ের তাক। এমনকি, বসার ঘর সেজে উঠতে পারে কিছু ইন্ডোর প্লান্ট দিয়েও।


৪) বাহারি আলো দিয়ে ঘর সাজানোর চল বাড়ছে। অনলাইনে নানা রকম আলো কিনতে পাওয়া যায়। ঘরের সাজ অনুযায়ী তেমনই কিছু একটা কিনতে পারেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com