শিরোনাম
শীতে কীভাবে সুন্দর ও সুস্থ রাখবেন ঠোঁটকে?
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২০, ১৯:১২
শীতে কীভাবে সুন্দর ও সুস্থ রাখবেন ঠোঁটকে?
অনামিকা রায়
প্রিন্ট অ-অ+

শীতের রুক্ষতা ও শুষ্কতা থেকে বাঁচতে আমাদের ত্বকের পাশাপাশি ঠোঁটের অতিরিক্ত যত্নের প্রয়োজন। এই সময় ঠোঁট ফাটা নিয়ে সবাই সমস্যায় পড়েন।


মুখের মধ্যে সবচেয়ে নরম জায়গাই হলো ঠোঁট। ঠোঁটে রোমকূপ না থাকায় আরো বেশি সেনসিটিভ জায়গা এই ঠোঁট৷ আবহাওয়ার সঙ্গে তাই তাল মেলাতে গিয়ে মাঝে মধ্যেই বিপাকে পড়তে হয় ঠোঁটকে। আর সেই বিপাকের এক রূপই হলো ঠোঁট ফাঁটা, ঠোঁট শুকিয়ে যাওয়া, চামড়া ওঠা, রক্ত বের হওয়া। তা কীভাবে সুন্দর ও সুস্থ রাখবেন ঠোঁটকে ? চটপট পড়ে ফেলুন।


- ঠোঁট বার বার শুকিয়ে আসলে, জিভ দিয়ে না ভিজিয়ে বরং ভেজলিন জাতীয় কিছু একটা মাখুন।


- দাঁত বা নখ দিয়ে ঠোঁটের চামড়া ছিঁড়বেন না। রাতে শোয়ার আগে মোটা করে ক্রিম লাগিয়ে রাখুন৷ সকালে উঠে হালকা হাতে ঘঁষে নিন ঠোঁট। দেখবেন শুকনো চামড়া দূর হবে।


- গ্লিসারিনের সঙ্গে লেবুর রস মিশিয়ে রোজ ঠোঁটে মাখুন৷ ঠোঁট অনেক বেশি নরম ও সুন্দর হবে৷


- ঠোঁট বেশিমাত্রায় ফাঁটলে ভিটামিন সি, ভিটামিন ই ট্যাবলেট খান৷


- প্রচুর পানি খান ৷ শাক-সবজী, ফল বেশি খাওয়ার চেষ্টা করুন।


বিবার্তা/অনামিকা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com