শিরোনাম
পুষ্টিকর পালং-কলার স্মুদি
প্রকাশ : ২৬ জুলাই ২০২০, ১১:০৩
পুষ্টিকর পালং-কলার স্মুদি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সবুজ শাকসবজির উপকারিতা সকলেরই কমবেশি জানা। শুধু রান্না করে নয় ভিন্নভাবেও খেতে পারেন এই শাক। এর স্মুদিতে পুষ্টিমান যেমন অটুট থাকবে তেমনি খেতেও মন্দ লাগবে না। পালংশাকে রয়েছে ভিটামিন এ, সি, ই।


পালং শাকের সঙ্গে এই স্মুদিতে ব্যবহার করুন একটি কলা। পটাসিয়ামে ভরপুর এই ফল। রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশ কার‌্যকর এটি।


উপকরণ: মাঝারি আকারের কলা ১টি, পালংশাক ৮০ গ্রাম, ১ টেবিল চামচ পিনাট বাটার বা মাখন, ১ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ দুধ, এক চা চামচ গোল মরিচ গুঁড়া।


প্রস্তুত প্রণালি: পালংশাক গরম পানিতে ধুয়ে নিতে হবে। কলার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে।


এরপর উপকরণগুলোকে একসঙ্গে ব্লেন্ড করে পেস্ট করে নিন। কাচের গ্লাসে সবুজ পানীয় ঢেলে দিন। অল্প গোল মরিচ গুঁড়া ছড়িয়ে দিন পানীয়ের উপরে। পরিবেশনের জন্য উপরে একটা পাতা দিয়ে সাজিয়ে দিতে পারেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com