শিরোনাম
রাজধানীতে ১০ গাড়িচালকের জেল
প্রকাশ : ০২ মে ২০১৮, ১৬:১৪
রাজধানীতে ১০ গাড়িচালকের জেল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ট্রাফিক আইন অমান্যকারী গাড়িচালকদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশ ও বিআরটিএ বুধবার যৌথভাবে অভিযান চালিয়েছে। এসময় ১০ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে রাজধানীর মিরপুর ১ ও ২ নম্বর, কল্যাণপুর, শ্যামলী, মানিকমিয়া এভিউনিউয়ে এ অভিযান পরিচালনা করেন ভ্রম্যমাণ আদালত। এ সময় লাইসেন্সহীন ১০ চালককে এক মাসের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।


বিষয়টি জানিয়েছেন বিআরএটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাযহারুল ইসলাম।



তিনি জানান, দুপুর সাড়ে ১২টা থেকে রাজধানীর ট্রাফিক পশ্চিম বিভাগের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। যৌথ অভিযানে ২৪টি মামলায় ১০জন চালককে জেল হেফাজতে পাঠানো হয়েছে। আর জরিমানা করা হয়েছে ৫৩ হাজার টাকা। এ সময় তিনটি গাড়িকে ডাম্পিং করা হয়েছে। পর্যায়ক্রমে ডিএমপি’র অন্যান্য ট্রাফিক বিভাগে এই যৌথ অভিযান অব্যাহত থাকবে বলও জানান তিনি।


বিবার্তা/খলিল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com