শিরোনাম
এনএসআই’র সাবেক ডিজিকে কারাগারে পাঠানোর নির্দেশ
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৮, ১৩:৩২
এনএসআই’র সাবেক ডিজিকে কারাগারে পাঠানোর নির্দেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদুল হককে (৬৯) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


বিচারপতি আমির হোসেনের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল বুধবার সোয়া ১১টার দিকে এই নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ১০ মে এ মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত।


এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর গুলশান থানা থেকে অ্যাম্বুলেন্সে করে ট্রাইব্যুনালের হাজতখানায় নেয়া হয় সাবেক এই সদস্যকে।


এ সময় প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ আদালতে মানবতাবিরোধী অপরাধের কর্মকাণ্ডে জড়িত ওয়াহিদুল হককে কারাগার পাঠানোর আবেদন জানান। আদালত এ সময় আসামির কাছে তার নাম, পরিচয় ও এই মামলায় তিনি আইনজীবী নিয়োগ দিয়েছেন কিনা তা জানতে চান। শুনানি শেষে ওয়াহিদুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।


এর আগে মঙ্গলবার সকালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর বারিধারার বাসা থেকে ওয়াহিদুলকে গ্রেফতার করা হয়।


বিবার্তা/জাকিয়া


>>যুদ্ধাপরাধের মামলায় এনএসআই’র সাবেক ডিজি গ্রেফতার

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com