শিরোনাম
বইমেলায় আইপেসহ অন্য মাধ্যমে লেনদেন করা যাবে
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৬
বইমেলায় আইপেসহ অন্য মাধ্যমে লেনদেন করা যাবে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

‌অমর একুশে বইমেলায় লেনদেন করতে অনলাইনে লেনদেন বিষয়ক প্রতিষ্ঠান আইপে সিস্টেমস লিমিটেডসহ (আইপে) যেকোনো মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন গ্রাহকরা।


সোমবার হাইকোর্টে এ বিষয়ে করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।


একই সাথে বই কেনার পর শুধু বিকাশ ও নগদে টাকা পরিশোধ করতে বাংলা একাডেমির নেয়া সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।


বাংলা একাডেমির চেয়ারম্যান, মহাপরিচালক (ডিজি), ব্যবস্থাপক সচিব ও বইমেলার আয়োজক কমিটির সচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।


আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অনিক আর হক।


এর আগে ১১ ফেব্রুয়ারি রবিবার বইমেলায় বই কেনার পর টাকা লেনদেনে বাংলা একাডেমির নেয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসাইন। সেই রিটের শুনানি করে হাইকোর্ট এ আদেশ দেন।


রিটকারী ড. সাজ্জাদ হোসেন তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ ও ‘অদৃশ্য প্রযুক্তি’ বইয়ের লেখক।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com