শিরোনাম
জম্মুতে জরুরি অবস্থা প্রত্যাহার, কাশ্মীরে অব্যাহত
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৯, ১৬:৩৪
জম্মুতে জরুরি অবস্থা প্রত্যাহার, কাশ্মীরে অব্যাহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জম্মু থেকে জরুরি অবস্থা পুরোপুরি তুলে নেয়া হয়েছে। তবে কাশ্মীরে আরও কিছুদিন তা বলবৎ থাকবে। ভারতের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন।


এ বিষয়ে জম্মু-কাশ্মীরের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মুনীর খান বলেন, জম্মু থেকে পুরোপুরি কারফিউ তুলে নেয়া হয়েছে। তবে কাশ্মীরের কিছু স্থানে আরও কয়েকদিন জরুরি অবস্থা জারি থাকবে।


এ সময়ে কয়েকজন সামান্য আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, এই মুহূর্তে আমাদের একটাই লক্ষ শান্তিপূর্ণভাবে এবারের স্বাধীনতা দিবস উদযাপন।


তবে সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর অব্দুল্লাহ ও মেহবুবা মুফতিসহ কাশ্মীর উপত্যকার প্রায় ৪০০ রাজনৈতিক নেতা-কর্মী এই মুহূর্তে আটক রয়েছেন। সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রেণে ৫০ হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন রয়েছে কাশ্মীরের রাস্তায়। এখনো বিচ্ছিন্ন রয়েছে মোবাইল ও ইন্টারনেট ব্যবস্থা।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com