শিরোনাম
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পক্ষ নিলো জাপান
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:৩৬
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পক্ষ নিলো জাপান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে জাপান। মিয়ানমারে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইচিরো মারাইয়ামা বলেছেন, জাপান সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, মিয়ানমারের রাখাইনে কোনো গণহত্যা সংগঠিত হয়নি। আর রাষ্ট্রীয়ভাবে বা অনুমোদনেও এমন কোনো ঘটনা ঘটেনি।


এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার দায়ের করা গণহত্যার মামলায় মিয়ানমারের বিরুদ্ধে কোনো অস্থায়ী আদেশ বা ব্যবস্থা নেয়া হবে না বলেও আশা প্রকাশ করেন জাপানি রাষ্ট্রদূত।


মিয়ানমারের সংবাদ মাধ্যম জানিয়েছে, শুক্রবার (২৭ ডিসেম্বর) জাপানের রাষ্ট্রদূত ইয়াঙ্গুনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।


এদিকে, জাতিসংঘ তার কার্যক্রম পরিচালনার জন্য যে বাজেট অনুমোদন করেছে তাতে প্রথমবারের মতো মিয়ানমার ও সিরিয়ার যুদ্ধাপরাধ তদন্তে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। বিশেষজ্ঞ মহল এটিকে ইতিবাচক ঘটনা হিসেবে দেখলেও জাপানই প্রথম দেশ যারা আইসিজের মামলায় মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে। সূত্র: ভয়েস অব আমেরিকা।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com