শিরোনাম
কাশ্মীর ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠকের আহ্বান পাকিস্তানের
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৯, ১৬:০৪
কাশ্মীর ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠকের আহ্বান পাকিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জম্মু ও কাশ্মীরের চলমান ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে পাকিস্তান।


জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মালিহা লোদি মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির লেখা একটি চিঠি নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট এবং পোল্যান্ডের দূত জোয়ানা রোনেকার কাছে পৌঁছে দেন।


এতে বলা হয়, কাশ্মীরের সাংবিধানিক বিশেষ স্বায়ত্তশাসনের মর্যাদা কেড়ে নিয়ে রাজ্যটিকে ভারতের নিজের ভূখণ্ড হিসেবে অন্তর্ভুক্ত করাকে দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে।


চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরাইশি বলেন, যুদ্ধের উসকানি দেবে না পাকিস্তান। তাই বলে ভারত যেন আমাদের সংযমকে দুর্বলতা না ভাবে।


কোরাইশি বলেন, ভারত যদি ফের শক্তি প্রয়োগ করার পথে যায়, আত্মরক্ষার জন্য সর্বশক্তি নিয়ে পাকিস্তান জবাব দিতে বাধ্য হবে। এমন বিপজ্জনক পরিস্থিতির মুখে পাকিস্তান নিরাপত্তা পরিষদের বৈঠকের অনুরোধ করছে।


তিনি আরও জানান, পাকিস্তান মনে করে ভারতের এককভাবে নেয়া কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পদক্ষেপ শুধু আঞ্চলিক নয় বিশ্বশান্তির জন্য হুমকি। এছাড়া চিঠিটি পরিষদের সদস্যদের কাছে বিলি করার আহ্বান জানানো হয়েছে।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com