শিরোনাম
ভারত সীমান্তবর্তী ঘাঁটিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে পাকিস্তান
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৯, ১৬:০০
ভারত সীমান্তবর্তী ঘাঁটিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কাশ্মীর নিয়ে দিল্লির সঙ্গে ইসলামাবাদের উত্তেজনার মধ্য দিয়েই ভারতের লাদাখ সীমান্তের কাছে নিজেদের বিমান ঘাঁটি স্ক্যারদুতে পাকিস্তান সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই।


সোমবার টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে খবরে দাবি করা হয়েছে, বিমান অভিযানের সঙ্গে জড়িত সামরিক সরঞ্জাম এ ঘাঁটিতে পাঠাচ্ছে পাকিস্তান। ইতোমধ্যে স্ক্যারাদু বিমান ঘাঁটিতে তিনটি সি-১৩০ পরিবহন বিমানে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে পাকিস্তান। ভারতীয় সূত্রগুলো মনে করছে, এরপর হয়ত এ ঘাঁটিতে জেএফ-১৭ যুদ্ধবিমান মোতায়েন করবে তারা।


খবরে আরও বলা হয়েছে, পাক সামরিক এবং বিমান বাহিনীর একযোগে যুদ্ধ মহড়া চালানোর লক্ষ্যকে সামনে রেখে এসব প্রস্তুতি সম্পন্ন করছে পাকিস্তান। অবশ্য ইসলামাবাদ বা নয়াদিল্লি কেউই এ খবরকে এখনও নিশ্চিত করেনি।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com